দুর্গাপুর, ১মার্চ: লোকসভা নির্বাচনের আঁচ দেশজুড়ে।নির্বাচনের দিনক্ষন স্থির না হলেও নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে প্রায় সব রাজনৈতিক দলগুলি । শুরু হয়ে গেছে প্রার্থীর নাম না লিখেও দেওয়াল লিখন। কোথাও আবার প্রার্থীর নাম দলের পক্ষ থেকে ঘোষণাও করে দেওয়া হয়েছে। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে আসানসোলের ফের আরো একবার শত্রুঘ্ন সিনহাকেই প্রার্থী করা হয়েছে। শুক্রবার দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরামবাগে জনসভায় যোগ দেন তিনি।

অন্যদিকে শুক্রবার দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সভা নেত্রীকে পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সিং, এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ চাঁন্দ সহ অন্যান্য যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সায়নি ঘোষ কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন, “”কি তোমরা লোকসভা নির্বাচনের জন্য তৈরি তো? লোকসভায় খেলা হবে তো? “”উত্তরে কর্মী সমর্থকরা সমস্বরে চিৎকার করে বলে “”খেলা হবে “”।