দুর্গাপুর, ১ জুলাউ: রাষ্টয়াত্ত সংস্থা দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার এস এম এস ইউনিটের 3 নাম্বার ফার্নেস এ ভয়াবহ আগুন। সোমবার সকাল 9.45 মিনিট নাগাদ এই আগুন লাগে। এই ভয়াবহ আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কারখানায় । ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে উৎপাদন বন্ধ হয়ে যায় এ এস পি কারখানায়। কারখানার বেশ কয়েকটি দমকলের ইঞ্জিনের তৎপরতই নিয়ন্ত্রণে আসে আগুন। কর্তৃপক্ষকের গাফিলতিকে দায়ী করছে শ্রমিক সংগঠন গুলি।
কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন খবর নেই।আইএনটিইউসি নেতা এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বলেন, “”তিন নম্বর ফার্নেস বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বারংবার কারখানা কর্তৃপক্ষ এবং সেইল কর্তৃপক্ষের কাছে কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের দাবি জানিয়েছি। কিন্তু আমাদের সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। দুর্গাপুরের দুটি রাষ্ট্রয়াত্ত কারখানা এএসপি এবং ডিএসপিতে বারংবার দুর্ঘটনার পাশাপাশি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, পুরানো কাঠামো ভেঙ্গে পড়ছে। বহু শ্রমিকের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের উদাসীনতার জেরে এখনো পর্যন্ত সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ হয়নি। “”দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত দুটি কারখানার আধুনিকীকরণের দাবি সমস্ত শ্রমিক সংগঠন একযোগে জানালেও কারখানাগুলোর আধুনিকীকরণ হয়নি বলে ধারাবাহিক দুর্ঘটনার ঘটনা ঘটছে। বিশেষ করে দুর্গাপুর ইস্পাত কারখানায় বিগত ১০ বছরে বহু শ্রমিকের প্রাণহানীর ঘটনা ঘটেছে। অথচ এই দুটি কারখানায় প্রায় লাভের মুখে চলছে। শ্রমিক সংগঠনগুলি এই ব্যাপারে একযোগে বহু আন্দোলন করলেও কারখানার আধুনিকীকরণ এখনো পর্যন্ত বিশ বাঁও জলে।