দুর্গাপুর, ৩ মার্চ: মাত্র কয়েকদিন আগেই দুর্গাপুর ইস্পাত কারখানায় উত্তপ্ত গলিত তরল লোহা ছলকে পড়ার কারনে ৫ জন শ্রমিক গুরুতর ভাবে দগ্ধ হন।তাদের মধ্যে ৪ জন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা তাদের। এবার রবিবার সেইল এর অধীনস্থ দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বলা যায়।এএসপি কারখানার এস এম এস বিভাগের স্থায়ী কর্মী ঋষিরাজ দাস হট মেটাল বালবিং ছিটকে যাওয়ার এর কারনে দারুনভাবে দগ্ধ হন।তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকেও দুর্গাপুরের বিধাননগরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্গাপুরের দুটি রাষ্ট্রায়াত্ত্ব কারখানায় এক সপ্তাহে একই রকম দুটি ঘটনায় শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। দীর্ঘ পুরনো হয়ে যাওয়া এই কারখানার বহু যন্ত্রপাতির আধুনিকীকরণের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। রবিবার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে অগ্নিদগ্ধদের দেখতে যান পাণ্ডবেশ্বর এর তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাসপাতালে আহতদের দেখতে যান দুর্গাপুর ইস্পাত কারখানা চিফ জেনারেল ম্যানেজার বিকাশ মানবাটি। নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন শ্রমিক নিরাপত্তার বিষয় নিয়ে। দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানা রাষ্ট্রায়ত্ত এই দুই কারখানার আশু আধুনিকীকরণ প্রয়োজন। তা না হলে এই দুই কারখানা কার্যত শ্রমিকদের কাছে আতঙ্কের কারখানা হয়ে দাঁড়িয়েছে।