কলকাতা,২ মে: একদিকে প্রকৃতির চরম রুদ্র রূপ। অন্যদিকে নির্বাচনী বৈতরণী পার হতে লাগামছাড়া আক্রমণ একে অপরকে। সবকিছুই যখন একেবারে কড়া আঁচে পুড়ছে,ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার এরাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। নির্যাতিত মানুষের কথা শোনার জন্য রাজভবনে তৈরি হয়েছে পিস রুম।আর সেই পিস রুমেই কিনা রাজভবনের এক মহিলা কর্মচারীর অভিযোগ খোদ রাজ্যপালের বিরুদ্ধে তার শ্লীলতাহানির।মহিলা হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা রাজ্য যখন সন্দেশখালিতে নারীর নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগে, নির্বাচনের সন্দেশখালি যখন এরাজ্যে শাসকবিরোধী দলগুলোর কাছে প্রধান নির্বাচনী ইস্যু,ঠিক সেই সময়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের এক মহিলা কর্মীর। ২০১৯ সালে ওই মহিলা কর্মী কাজে যোগদান করেন।তিনি রাজভবনের পিসরুমে কর্তব্যরত ছিলেন। তার অভিযোগ এই নিয়ে দুদিন রাজ্যপাল তার শ্লীলতাহানি করেন। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডা: শশী পাঁজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার সম্পর্কে বলতে গিয়ে বলেন, “”চরম নিন্দনীয় ঘটনা। যিনি কয়েকদিন আগে সন্দেশখালীর ঘটনায় সেখানে গিয়ে মহিলা নির্যাতন নিয়ে এত কথা বলেছেন আজ তার বিরুদ্ধেই এই অভিযোগ শুনে নিন্দা জানানোর কোন ভাষা নেই।
ওই মহিলা এর আগেও রাজ্যপালের কুনজরে পড়েছেন এবং তিনি আজ সাহস যুগিয়ে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন। “”যদিও অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে রাজ্যপাল শুধুমাত্র বলেছেন”” সত্যের জয় হবেই “”।নির্বাচনী আবহে রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি।