ম: ম: ম: গন্ধে ভরপুর!! জল্পনা মলয়ের “” দলবদল “” নিয়ে,জল্পনায় জল ঢেলে মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় বার্তা””ঘৃণ্য চক্রান্ত আমার বিরুদ্ধে, তৃণমূলে ছিলাম আছি ও আজীবন থাকবো””

দুর্গাপুর ২০ মার্চ: মঙ্গলবার দিনভর পশ্চিম বর্ধমান জেলা জুড়ে জোর জল্পনা মন্ত্রী মলয় ঘটকের দল বদল নিয়ে। মঙ্গলবার সেই মর্মেও বেশ কিছু খবর প্রকাশিত হয় বলেও রাজ্যের এই হেভি ওয়েট মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন। পাশাপাশি তিনি নিজেই আসরে নেমে এবার সোশ্যাল মিডিয়ায় উত্তর দিলেন , “” বেশ কিছু সংবাদ মাধ্যম তার আমার চরিত্র হরণের চেষ্টা করেছে। আমি তাদের বিরুদ্ধে নোটিশ পাঠাচ্ছি।তাদের বিরুদ্ধে মামলাও করব। যারা এই ঘৃণ্য চক্রান্তের পিছনে আছেন তাদের মুখোশ অচিরেই খুলে যাবে। আমি তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলাম, আছি ও থাকব।মমতা ব্যানার্জি আমার নেত্রী ছিলেন, আছেন ও আজীবন থাকবেন।””

নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়েছে।প্রচার শুরু হয়েছে নাতিশীতোষ্ণ আবহাওয়াতে।কিন্তু রাজনৈতিক হাওয়া গরম হতে শুরু হয়েছে এরাজ্যের রাজনৈতিক পরিমন্ডলে।তবে মঙ্গলবার সকাল থেকেই জেলা জুড়ে জোর জল্পনা পশ্চিম বর্ধমান জেলার হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটক নাকি ঘাসফুল পদ্মফুলে যোগ দেবেন? সকাল গড়িয়ে দুপুর,তারপর বিকাল পার হয়ে সন্ধ্যা। অবশেষে রাত্রি নিঝুম হল।জল্পনায় জল ঢালা গেলনাতো?নাকি এটাও এবার একসময় দুরদর্শনে প্রচারিত হওয়া কথা “” গুজবে কান দেবেন না।””এরকমভাবেই প্রচার করতে হবে।দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসবের আগে আজ মঙ্গলবার সকাল থেকেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে জোর জল্পনা “”হেভিওয়েট দাদা “” ঘাসফুলের মোহ কাটিয়ে কি এবার পদ্মের পাপড়িতে? কেও কেও আবার এর সাথে জুড়ে দেন রাজ্যের এক হেভিওয়েট শ্রমিক নেতাও আবার নাকি “”জার্সি বদল””করবেন।কিন্তু কই? মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত পশ্চিম বর্ধমান জেলার সমস্ত মালিরা নিজের নিজের বাগানে ফোটা পুরানো ফুল নিয়েই সন্তুষ্ট আছেন।তাহলে কি শুধুই জল্পনা? বেশ কয়েকদিন ধরে ঘাসফুল শিবিরের সুপ্রিমো সতর্ক করছিলেন এই হেভিওয়েটকে, তার কারন ওই “” ম্যাজিকম্যান””নাকি পদ্মের বিরুদ্ধে কিছুই বলছে না। নির্বাচনে যদিও আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর এই দুই আসনে দুই তারকা প্রার্থীর নাম ঘোষনা করে দিয়েছে শাসকদল।আসানসোল কেন্দ্রে বাম,কংগ্রেস জোট প্রার্থীও পোড় খাওয়া “” ঘরের মেয়ে””জাহানার খান।বাকি এখন পদ্মশিবিরের প্রার্থীর নাম ঘোষনা আর তার আগেই ম: ম: ম: ম: গন্ধে ভরপুর এই জেলার রাজনৈতিক পরিবেশ।মঙ্গলবার সন্ধ্যায় চায়ের ঠেকে, বাস স্ট্যান্ডে কিম্বা কারখানার গেট থেকে ঘামে ভেজা শরীরের শ্রমিকদের কৌতূহলী প্রশ্ন “” দাদা কি যাচ্ছেন?””উত্তর দিল খোদ মন্ত্রী মলয় ঘটক।তাকে নিয়ে এই জোর জল্পনার জেরে তিনি তার এক্স হ্যান্ডলে লিখতেই বাধ্য হলেন, “”আমি তৃণমূলেই আছি ও থাকব।””তাহলে কি এবার জল্পনা কাটলো? শুধু তাই নয় এই মর্মে যারা যারা খবর প্রকাশিত করেছিলেন তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর কথাও জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। জল্পনা থামাতেই তাই খোদ আসরে নামতে হলো মন্ত্রীকে স্বয়ং। আর অন্তত লোকসভা নির্বাচনের আগে মন্ত্রী মলয় ঘটকের দলবদল নিয়ে রটনা মাথাচাড়া দেবেনা বলেই অভিমত ঘাসফুল শিবিরের বহু নেতার।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *