দুর্গাপুর, ১১ ফেব্রুয়ারী: কলেজের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এমটেকের ছাত্রী। মৃত ছাত্রীর নাম সায়নী সেন। দুর্গাপুরের কোকওভেন থানার দুর্গাপুর থারমাল পাওয়ার স্টেশন এলাকার বাসিন্দা ছিলেন। সূত্রের খবর, কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন শিক্ষকের কাছে অপমানিত হয়ে পাঁচ তলা থেকে ঝাঁপ দেয়। দীর্ঘ সময় ধরে রক্তাক্ত অবস্থায় কলেজ ক্যাম্পাসেই পড়েছিল সায়নীর দেহ। কলেজ কর্তৃপক্ষের নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে সোমবার রাতে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এই খবর দুর্গাপুরের প্রতিবেশীরা জানতেই শোকাহত হয়ে পড়ে। সায়নী ছোট থেকে দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পরে দুর্গাপুরের ইস্পাত নগরীর রাজেন্দ্রপ্রসাদের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সাইন্স নিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণি পড়ে।

রাজেন্দ্র প্রসাদ এর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষ অপরাজিতা ভট্টাচার্য এই খবর জানতে পেরে শোকাহত হয়ে পড়ে। তারপরে তিনি বলেন,”সায়নী খুব মেধাবী ছাত্রী ছিল। আমরা খুবই আশাবাদী ছিলাম ও খুব বড় জায়গায় পৌঁছাবে। কিন্তু মর্মান্তিক এই খবর পাওয়ার পর থেকে খুবই শোকাহত আমরা। এত বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে বড় কোনো কারণ থাকতে পারে। যে মেয়ে এত মেধাবী যে আগামী ভবিষ্যৎ ঠিক করেই রেখেছে, সে এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারে। এর পিছনে কোন না কোন কারণ নিশ্চয়ই আছে। কলেজ কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যাতে সঠিক তদন্ত হয় সেই দিকে নজরদারি দেওয়ার জন্য।”