মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের রায়ডাঙায়

দুর্গাপুর, ৮ মার্চ: মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রায়ডাঙা গ্রাম এলাকায়। এর মধ্যে আজ দুপুরে যে বাড়ির ছাদে মোবাইলের টাওয়ার বসছে সেই বাড়ির ছাদ থেকে টাওয়ার তৈরির সামগ্রী নিচে পড়ে যাওয়ায় অশান্তি চরমে ওঠে, সেই সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই ঘরের নীচে সরকারি একটি কুয়োর জলে স্নান করছিলেন ।

এরপরেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ। টাওয়ার তৈরির কাজের ঠিকাদারকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় গ্রামবাসীরা, বাড়ির মালিককে ঘিরে ধরেও চলে তুমুল বিক্ষোভ, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ। মোবাইল টাওয়ার তৈরির কাজ বন্ধ রাখার দাবিতে সোচ্চার হয় আন্দোলনকারীরা। শেষে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের রায়ডাঙা গ্রামে।দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য ধর্মেন্দ্র যাদব জানান, “”রায়ডাঙ্গা গ্রামের মানুষেরা ঘন জনবসতি পূর্ণ এলাকায় এই টাওয়ার বসানোর বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। আজ শিবরাত্রি উপলক্ষে ছুটি থাকার কারণে সেই অভিযোগপত্র হাতে পায়নি। তবে জনবসতিপূর্ণ এলাকায় টাওয়ার না বসানোই ভালো। ফাঁকা জায়গায় বসালে কোন অসুবিধা হবে না । “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *