মেটাল ডিটেক্টর দিয়ে চেক!ইলেকট্রনিক ডিভাইস রুখতে কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক পরীক্ষায়

দুর্গাপুর, ৩ মার্চ: বিগত বেশ কয়েক বছর প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানান অভিযোগ উঠেছিল। ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫ এ আরও একাধিক নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সেই মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রে কোড নম্বার দেওয়া হয়েছে। ছবি তুলে প্রশ্নপত্র ফাঁস করার কেউ চেষ্টা করলে তাকে দ্রুত চিহ্নিত করাও সম্ভব হবে।

সেই নিয়ম মেনেই মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। দুর্গাপুরের ইস্পাত নগরীর ডিআইসিভি পাবলিক উচ্চ বিদ্যালয়ে দেখা গেল সেই চিত্র। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশের রয়েছে কড়া নজরদারি। রয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসু বলেন,”এই পরীক্ষা কেন্দ্রে রয়েছে ১২০ জন পরীক্ষার্থী। অন্যান্য বছরের তুলনায় এবছর নতুন একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা শুরু হচ্ছে। সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করা হচ্ছে। আমাদের কড়া তৎপরতা রয়েছে।”

দুর্গাপুর মহকুমায় এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩৩ টি। তার মধ্যে নটি কেন্দ্র প্রধান ভ্যেনু হিসাবে চিহ্নিত। দুর্গাপুরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৯৪৯ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। ছাত্রী সংখ্যা ৩৬৮৮ জন এবং ছাত্রের সংখ্যা ৩২৬১ জন। দুপুর ১:১৫ মিনিটে পরীক্ষা শেষ হবে। শুধু পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে নয়, তার আশেপাশের রাস্তা গুলিতেও কড়া পুলিশি টহল দেখা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *