মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এলেন

দুর্গাপুর, ২৩ এপ্রিল : মালদা,বীরভূম ও পুর্ব বর্ধমানে তিনটি নির্বাচনী জনসভা সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকালে কপ্টারে চড়ে এলেন দুর্গাপুরে।ভাতার থেকে চপারে চড়ে দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড়ে dmc ময়দানে এসে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“” দিদি””কে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ননরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের নেতা দেবব্রত সাঁই সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তার দুপাশে জমায়েত করে। গান্ধী মোড় হেলিপ্যাড থেকে গাড়িতে বসে মুখ্যমন্ত্রী আসেন সিটি সেন্টারের একটি বেসরকারি তিন তারা হোটেলে। সেখানেই তিনি রাত্রি বাস করবেন। আগামীকাল দুপুর ১টা নাগাদ পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুদবুদে কীর্তি আজাদের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হেলিপ্যাডে চপার থেকে নামার পর গাড়িতে ওঠার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রীকে সামান্য ক্লান্ত দেখায়।দলীয় নেতাদের সাথে মুখ্যমন্ত্রী হেলিকপ্যাডে বেশ কিছুক্ষণ কথাও বলেন।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *