দুর্গাপুর, ১৭ ফেব্রুয়ারী : দুর্গাপুরের অন্ডাল বিমাননগরী। দেশের মধ্যে একমাত্র বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিমান নগরী। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অন্ডাল বিমান নগরী। আর সেই বিমান নগরীতে বিনিয়োগকারীরা পরিকাঠামগত সমস্যায় পড়ছেন বলে বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরে শেষমেষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। বিগত বাম সরকারের সময়কালের একেবারে শেষের দিকে অন্ডালে দেশের প্রথম বেসরকারি উদ্যোগে বিমান নগরী গড়ে তোলার জন্য ১১ টি মৌজার জমি অধিগ্রহণ হয়। সামান্য কিছু সমস্যা দেখা দিল মোটের উপর জমি অধিগ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। বাম সরকারের সময়কাল থেকেই বিমান নগরী তৈরীর কাজ শুরু হয়। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালা বদলের পরে সেই কাজে দ্রুততা দেখা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বিমানবন্দর থেকে প্রথম পবন হংস হেলিকপ্টার পরিষেবা শুরু হয় অন্ডাল থেকে কলকাতা পর্যন্ত। এই বিমান নগরীতে একদিকে বিমানবন্দর যেমন অন্যদিকে তেমন বিভিন্ন বেসরকারি শিল্প সংস্থা, আইটি পার্ক, বেসরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, পলিটেকনিক কলেজ,হোটেল,রেঁস্তোরা, আবাসন প্রকল্প,শপিং মল প্রভৃতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল বেসরকারি বেঙ্গল এরোট্রোপোলিশ প্রজেক্ট লিমিটেড (BAPL)।এই বিমান নগরীতে রাজ্য সরকারের অংশীদারিত্বও রয়েছে। মুখ্যমন্ত্রী এই বিমানবন্দরের নাম দেন কাজী নজরুল ইসলাম বিমানবন্দর।

ইতিমধ্যেই ওই বিমান নগরীতে বেসরকারি উদ্যোগে স্কুল গড়ে উঠেছে তার পাশাপাশি আবাসন প্রকল্প এবং বেশকিছু শিল্প সংস্থার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এই বিমান নগরীতে এখনো পর্যন্ত পরিকাঠামো গত প্রচুর ত্রুটি রয়ে গেছে বলে অভিযোগ অন্ডাল বিমান নগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। বিশেষ করে গত বর্ষার মরশুমে অন্ডাল বিমান নগরী জলে ডুবে যায়। নিকাশী নালার সমস্যা মূল রাস্তা থেকে বিমান নগরীর বিভিন্ন দিকে প্রসারিত রাস্তা গুলি এখনো পর্যন্ত ঠিকঠাক তৈরি করা যায়নি বলে অভিযোগ। যে কারণে অন্ডাল বিমাননগরীতে জমি কিনে বিনিয়োগের আশায় থাকা বিনিয়োগকারীরা অত্যন্ত সমস্যায় পড়ছেন। তাদের অভিযোগ বারবার বিএপিএল কর্তৃপক্ষকে বলেও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত অন্ডাল বিমান নগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে সোমবার সকালে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। অন্ডাল বিমান নগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠকে যোগ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। বৈঠকে দুই পক্ষের মধ্যে সমস্ত সমস্য এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনার হওয়ার পর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সঞ্জয় পাল জানান, “”অত্যন্ত ফলপ্রসু বৈঠক হয়েছে সাংসদ কীর্তি আজাদের সাথে। অন্ডাল বিমান নগরীতে পরিকাঠামগত বিশ্বাস করে রাস্তাঘাট ও নিকাশী নালা নিয়ে যে সমস্যার মধ্যে রয়েছে বিনিয়োগকারীরা তানিয়া বিস্তারিত আলোচনা হয়েছে। সাংসদ আমাদেরকে সমস্যার সমাধানের জন্য রাজ্যের মুখ্য সচিবের সাথে বৈঠক করাবেন বলে জানিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী সমস্যার দ্রুত সমাধান হবে।””অন্যদিকে সাংসদ কীর্তি আজাদ বৈঠক শেষে বেরিয়ে বলেন, “”এবারের বর্ষায় দেশের অনেকগুলি বিমানবন্দর ডুবে গিয়েছিল। একমাত্র অন্ডাল বিমানবন্দর ডুবে গিয়েছিল এমনটা নয়। সমস্যা আছে সুতরাং তার সমাধান করতে হবে। আমি এই বিষয়টি নিয়ে যথাযোগ্য স্থানে কথা বলব এবং দ্রুত সমাধান করব এই আশ্বাস দিচ্ছি। “”অন্ডাল বিমানবন্দর থেকে এখন দেশের বিভিন্ন রাজ্যের বিমান যোগ রয়েছে। দিল্লী, মুম্বাই, চেন্নাই ব্যাঙ্গালোর, আসাম, ভুবনেশ্বর এই সমস্ত বিমান বন্দরে বিমান উঠানামা করে। অন্ডাল বিমান নগরীতে বহু বিনিয়োগকারী তাদের শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জমি কিনেছেন। অনেকের কাজ শুরু হয়েছে অনেকের আবার কাজ শেষ হয়ে গেছে সুতরাং বিনিয়োগকারীরা চাইছেন পরিকাঠামো গত সুবিধা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডাল বিমান নগরীকে সামনে রেখে চাইছেন গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিনিয়োগ। তাকে সার্থক করে তুলতে গেলে পরিকাঠামো গত ত্রুটি বিচ্যুতি দ্রুত মেটাতে হবে বিমান নগরী কর্তৃপক্ষকে।।