মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে ‘কুকথা’, দিলীপের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের আইনজীবীদের…

দুর্গাপুর, ২৭ মার্চ: “”‘ত্রিপুরায় গেলে ত্রিপুরার মেয়ে, আর গোয়ায় গেলে গোয়ার মেয়ে, নিজের বাপ কে আগে ঠিক করুন’, মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে কথা বলার অভিযোগ তুলে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূল আইনজীবী সেলের আইনজীবীরা। দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই অভিযোগ তোলেন,”দিলীপ ঘোষ সবসময়ই কথা বলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপবাবু। মঙ্গলবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেন তিনি। তারই বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলাম। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও তারা আশাবাদী।আমাদের মনে হয় দিলীপ ঘোষ বারবার বিতর্কিত কথা বলেন তাই তার সংশোধনের জন্য তাকে একবার সংশোধনাগারে পাঠানো উচিত।

তিনি যদি এরপরে সংযত না হন তাহলে তাকে কি করে সংশোধনাগরে পাঠাতে হয় তা আমরা জানি । “” দিলীপ ঘোষকে মানসিক হাসপাতালে পাঠানোর হুঁশিয়ারি দিলেন আইনজীবীরা ।দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানালেন, “”দেশের মহিলাদের কাছে আইকন মমতা বন্দ্যোপাধ্যায় কে যে ভাষায় আক্রমণ করেছেন একজন সাংসদ দিলীপ ঘোষ তাতে করে আমরা মনে করি ভোটে জেতার অধিকার তিনি হারিয়ে ফেললেন। কারণ এরপর সাধারণ মানুষ ভাববেন যে এই ধরনের মানুষকে যদি ভোটে জেতানো হয় তাহলে তিনি যদি জয়লাভ করেন তারপরে মহিলাদের প্রতি কি ধরনের আচরণ করতে পারেন ? আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম। “”দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ নিজেই পরে তার জন্য অনুতাপ প্রকাশ করেন। শুধু তাই নয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যের জন্য তার সমালোচনা করে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *