দুর্গাপুর, ২৩ এপ্রিল: “‘আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে।এই জীবন রেখে কি লাভ?৫০ বছর রাজনীতি করে চোর চোর শুনে ওপরে যেতে হবে?এ জীবনের কোনও মূল্য নেই।দিলীপ ঘোষ এই অশ্বত্থ গাছের নীচে দাঁড়িয়ে বলছে, ডুবে মরো।”” মুখ্যমন্ত্রীকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করার পরেই দিলীপ ঘোষ বললেন “”স্যরি আমি ভুল বলেছি, খাওয়ার জল এরাজ্যে নেই। তাই ডুবে মরার জল পাবেন না””
। মঙ্গলবার সকালে দুর্গাপুরের আশীষ মার্কেটে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে চায়ে পে চর্চায় যোগ দেন বর্ধমান- দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপরেই মাইক হাতে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন,”ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে তাঁতে খুব কষ্ট। মানুষ আপনাকে মানে না তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। তাঁর দলের ছিঁচকে চোররা শুনতো চোর চোর। এখন মুখ্যমন্ত্রীকেও চোর শুনতে হচ্ছে, জলে ডুবে মরা উচিত। ৫০ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর স্লোগান শুনতে হচ্ছে। এ জীবন রেখে কি লাভ? দিলীপ ঘোষ অশ্বত্থ গাছে নিচে দাঁড়িয়ে বলছে। ডুবে মরো। ডুবে মরার জলও নেই পশ্চিমবঙ্গে।””তারপরেই ক্ষমা চেয়ে বলেন,””স্যরি আমি ভুল বলেছি। ডুবে মরার জল পাবেন না।” তিনি বলেন বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে সেজন্য যারা কংগ্রেসের সিপিএমে ভোট দিয়েছিল আমাদের সঙ্গে আসছে। তিনি গতকাল রাতে আশীষ মার্কেটে বিজেপির মহিলা কর্মীদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বচসার প্রসঙ্গে বলেন, “”মায়েরা মা দুর্গার রূপ। ৪ জুনের পর যে দলীয় কার্যালয় গুলিতে ফুর্তি চলছে কাটমানির লেনদেন চলছে সেই সেই কার্যালয় গুলি তালা লাগিয়ে দেওয়া হবে।””এরপরেই তিনি পরোক্ষে বিজেপির সাথে ঝামেলায় জড়ানো তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তাদেরকে এলআইসি করে রাখার কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, “”মোদি কাকে বলেছেন টাকা দেব? অনেকে তো মরে গেলেন বসে বসে ১৫ লক্ষ টাকা পাব ভেবে। মোদীজি বলেছেন কালো টাকা আনব সবার মধ্যে ভাগ করে দেব। একটা ভিডিও দেখান যেখানে মোদীজি বলেছেন ১৫ লক্ষ টাকা দেব। যারা ভিখারি তারা এরকম করে থাকে সব সময় মোদি টাকা দেবে, মোদী টাকা দেবে। মোদির দায় পড়েছে এত টাকা দেবে। তোরা চুরি করবি, আর মোদি টাকা দেবে। “”