মানবিক মুখ, পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ…..

দুর্গাপুর, ১৬ ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার প্রথম দিনেই দুর্গাপুরের ভিড়িঙ্গি ত্রৈলক্যনাথ বিদ্যামন্দিরে দুটি ঘটনায় দেখা গেল পুলিশের মানবিক রূপ। এক ছাত্রী প্রথম দিনের পরীক্ষার টেনশনের কারণে বাড়ি থেকে বোর্ড আনতে ভুলে যায়।দুর্গাপুরের অন্যতম ট্রাফিক অফিসার ইনচার্জ সন্দীপ সোম সেই ছাত্রীকে চরম দুর্ভাবনায় পড়তে দেখে নিজের টাকায় একটি বোর্ড কিনে ছাত্রীর হাতে ধরিয়ে দিতে দেখা গেল। আর প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই ছাত্রীকে দেখা গেল টেনশনমুক্ত হয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে। পুলিশের মানবিক মুখের আরো একটি ঘটনা ধরা পড়লো এই বিদ্যালয়েই। দুর্গাপুরের রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র বি-জোনের বিধান স্কুল। সেই পরীক্ষা কেন্দ্রে না গিয়ে ভুলবশত ভিরিঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে চলে আসে রামকৃষ্ণ বিবেকানন্দ পল্লী বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বিপ্লব পাল। সেখানে এসে ওই পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকরা বলেন তার পরীক্ষা কেন্দ্র বিধান স্কুলে। ৯টা ৩০ পেরিয়েছে। আধ ঘন্টায় ওই পরীক্ষা কেন্দ্রে কিভাবে পৌঁছাবে হতভম্ব হয়ে পড়ে বিপ্লব। কি করবে ভেবে কুলও পাচ্ছিলেন না বিপ্লবের মা। তৎক্ষণাৎ দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মদনমোহন দত্ত নিজের গাড়িতে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সঠিক পরীক্ষাকেন্দ্রে। তিনি পুলিশের গাড়িতে করে তড়িঘড়ি ওই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান তাকে। সময়ে ওই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুলিশকে ধন্যবাদ জানালেন ওই পরীক্ষার্থী।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *