ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই বিজেপি নেত্রীর দোকানে আগুন,টিএমসির বিরুদ্ধে অভিযোগ

দুর্গাপুর, ১৭ মার্চ: লোকসভা নির্বাচনের দিনক্ষণ স্থির হয়েছে গতকাল। আর লোকসভার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা পরেই দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর এলাকায় শাসকদলের কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ। বিজেপি নেত্রীর দোকানে অগ্নিকাণ্ড! তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের জামাইপাড়া এলাকায় পাণ্ডবেশ্বর ১ মন্ডলের সাধারণ সম্পাদক রিনা ঠাকুরের গুমটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিজেপি নেত্রী রিনা ঠাকুর অভিযোগ তোলেন,”তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বিজেপি করায় অনেকবার হুমকিও দিয়েছে তাঁকে।

শনিবার রাতে তাঁর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে খবর পেয়ে দোকানে গিয়ে দেখেন ভষ্মীভূত হয়ে গিয়েছে দোকানের সমস্ত কিছুই। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন।” যদিও জেলা তৃণমূল নেতৃত্বের অন্যতম উত্তম মুখোপাধ্যায় সাফাই,”ভিত্তিহীন অভিযোগ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল এই ধরনের কাজ করতে পারেনা। তৃণমূল কর্মীরা প্রতিমুহূর্তে মানুষের পাশে থাকে। ভারতীয় জনতা পার্টি হল ভারতীয় ঝামেলা পার্টি। এরা নিজেরাই এসব করে ভোটের আগে হাওয়া গরম করতে চাইছে। “”অন্যদিকে দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “”,এই ঘটনাটিতেই প্রমাণিত হয় যে বিজেপিকে কতটা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সামান্য একজন মহিলা কর্মী তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হল। আর পুলিশ নির্বিকার। ওরা এখন থেকে হুমকি দিয়ে চমকে মানুষ যাতে ভোট দিতে না পারে তাই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। তবে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরাও কিভাবে এই ঘটনার মোকাবিলা করতে হয় তা জান। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *