দুর্গাপুর, ৪ জুলাই: বর্ষা এখনো সেভাবে আসে নি। গত তিনদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি দেখা দিয়েছে দুর্গাপুরে। আর তার মাঝেই মাথাচাড়া দিয়ে উঠলো ডেঙ্গির আতঙ্ক। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গাজিপাড়া। সেই পাড়ার বাসিন্দা যুবক শেখ ইয়াহুদ(২৮ বছর) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বুধবার রাতে ভর্তি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। যদিও তার পরিবার সূত্রে জানা গেছে শেখ ইয়াহুদ তার মেয়েকে নিয়ে ভেলোরে চিকিৎসা করানোর জন্য গিয়েছিল 15 দিন আগে।
সেখান থেকে ফেরার পরেই সে জ্বরে আক্রান্ত হয়। চিকিৎসকদের পরামর্শ নিতেই তার রক্ত পরীক্ষা হয়। এবং তাতে তার ডেঙ্গি পজিটিভ দেখা দেয়।এরপরেই তাকে বুধবার রাতে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এলাকার মানুষের অভিযোগ নিকাশি ব্যবস্থার একেবারে দুর্দশা নিয়েও। ওই পাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল দীর্ঘদিন ধরে নর্দমা ভেঙ্গে গেছে জমা জল কিছুতেই বের হচ্ছে না। সেখ ইয়াহুদ বাইরে থেকে আসার কারণেই কি ডেঙ্গিতে আক্রান্ত হয়?
দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্যা রাখি তিওয়ারি ফোনে জানান, “”শুনেছি বাইরের থেকে এসেছে শেখ ইয়াহুদ। বিস্তারিত খবর এখনো পর্যন্ত পায়নি। দুর্গাপুর নগর নিগমের মেডিকেল টিম এলাকায় যাবে।””বর্ষার শুরুতেই ডেঙ্গিতে আক্রান্তের খবর ছড়াতেই আমরাই গ্রামজুড়ে ছড়ালো আতঙ্ক। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার ধীমান মন্ডল জানালেন, “এবছর এখনও পর্যন্ত সেভাবে ডেঙ্গির প্রভাব দেখা দেয়নি। শেখ ইয়াহুদ সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে জানাবো। তার রক্ত পরীক্ষা কোথায় হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখব। “”যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভেলোর থেকে ফেরার আগে সেখানেই কি আক্রান্ত হয়েছিল শেখ ইয়াহুদ?দুর্গাপুর নগর নিগমের মেডিকেল টিম আমরাই গাজী পাড়াতে বৃহস্পতিবার আসবে বলে নগর নিগম সূত্রে জানা গেছে।