ভুল অস্ত্রপচারে ‘কোমায়’ গিয়ে কিশোরের মৃত্যুতে তুলকালাম দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল

দুর্গাপুর, ২৯ জুন: জুন মাসের ১৮ তারিখ নাকের ভেতর মাংসপিণ্ড অস্ত্রোপচারের জন্য দুর্গাপুরের সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় দুর্গাপুরের রাঁচি কলোনির কিশোর। ভুল অস্ত্রোপচারে কোমায় চলে যায় বলে অভিযোগ। তারপর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রাখা হয় তাঁকে। শনিবার বেলা এগারটা চল্লিশে পাতালের তরফ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে কিশোরের। মৃত কিশোরের নাম সোম রুইদাস(১৪)। অষ্টম শ্রেণীর পড়ুয়া।

তারপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার-পরিজনেরা এবং এলাকাবাসীরা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সাথে শুরু হয় বচসা। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। সোম রুইদাসের গৃহ শিক্ষক সুব্রত পানের অভিযোগ,”নাকের ভেতর মাংসপিণ্ড জমে ছিল সোমের। তারপরেই দুর্গাপুরের সিটি সেন্টারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই দিনই অস্ত্রোপচার হয়। তারপর থেকেই কোমায় চলে যায় সোম।আর আজ হাসপাতাল কর্তৃপক্ষ বলে সোমের মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্যই বারে এই ধরনের ঘটনা ঘটছে। ওই চিকিৎসকের শাস্তির দাবি তুলছি।” অভিযোগ স্বীকার করে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অনুপ পুরকায়স্থ বলেন,”আমরা ব্যবস্থা গ্রহণ করব চিকিৎসকের বিরুদ্ধে।””উল্লেখ্য এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বারে বারেই চিকিৎসায় বিভ্রাটের অভিযোগ উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের এই বিষয়ে আরো সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *