দুর্গাপুর, ২৮ জুলাই : বহিরাগত হকার উচ্ছেদ করে বাঙালি সহ ভূমিপুত্র হকারদের স্বার্থরক্ষার দাবিতে দুর্গাপুরে বিশাল বাইক মিছিল বাংলা পক্ষর।
বাংলা পক্ষর পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে দুর্গাপুর পশ্চিম বিধানসভা শাখার সহযোগিতায় ভিনরাজ্যের বেআইনি দখলদার উচ্ছেদ করে বাংলার ভূমিপুত্র হকার ও ব্যবসাদারদের রক্ষা করার দাবিতে বিরাট বাইক মিছিল অনুষ্ঠিত হয় দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে। মিছিল ভিড়িঙ্গি মোড় থেকে শুরু হয়ে প্রান্তিকা হয়ে পুনরায় ভিড়িঙ্গি মোড়ে শেষ হয়। মিছিলের মূল দাবি ছিল,
মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত করে বহিরাগত দখলদার, হকার উচ্ছেদ করতে হবে। ২৪ জুন, ২০২৪ তারিখে মানïনীয়া মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যা ঘোষণা করেছেন সেই নির্দেশ অনুযায়ী বহিরাগত দখলদার উচ্ছেদ করতে হবে। মুখ্যমন্ত্রীর দাবিকে বিকৃত করে বাংলার ভূমিপুত্র হকার উচ্ছেদ বন্ধ করতে হবে।
দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের সব কাজ ও চাকরি দখল করছে বিহার-ইউপির বহিরাগতরা। বঞ্চিত বাঙালিরা৷ বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন বলবৎ করতে হবে।
এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিম বিধানসভার সম্পাদক দিব্যেন্দু সরকার সহ নানা জেলা নেতৃত্ব ও সদস্য।মাত্র কয়েকদিন আগে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন,””শহর দুর্গাপুরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ছোলা,ফুচকা,সব্জী,ফল বিক্রির উদ্দেশ্যে এমন অনেকে ঠেলা নিয়ে বসে আছে যাদের ভোটার কার্ড,আধার কার্ড এখানকার ঠিকানায় এখনও নয়।এদেরকে উচ্ছেদ না করলে আগামীদিনে এই বে-আইনি দখল আরও বাড়বে।দীপঙ্কর লাহার এই বক্তব্যের পরে এবার বাঙলা পক্ষর মিছিল।স্বাভাবিকভাবেই সরগরম পরিস্থিতি।।