দুর্গাপুর, ২৯ ফেব্রুয়ারী :দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘিঞ্জি দুর্গামন্দির রোডের একটি গুদামে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।। চারিদিকে দোকান আর বাড়ি। আর মাঝখানে আবর্জনার স্তূপ। সেই আবর্জনায় হঠাৎই ধরল আগুন। আগুনের তীব্রতা দেখে আতঙ্ক ছড়িয়ে যায় এলাকা জুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের বেনাচিতির দুর্গা মন্দির রোডের ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ছোট ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল পরে দমকলের আরো একটি বড় ইঞ্জিনও আসে। দমকল বাহিনীর প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাইমা রায় নামের স্থানীয় এক বাসিন্দা বলেন,”সন্ধার সময় জানালা খুলতেই দেখেন আগুনের ফুলকি দেখা যাচ্ছে। বুঝতে পারেন তাদের বাড়ির পাশে পরিত্যক্ত জিনিসের গোডাউনেই ধরেছে আগুন। বাড়তে থাকে আগুনের তীব্রতা। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগে। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।” দমকল বিভাগের স্টেশন আধিকারিক গৌতম চন্দ্র দেব বলেন,”তাঁরা খবর পেয়েই প্রথমে দমকলের ছোট ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা বেশি থাকায় বড় ইঞ্জিনের সাহায্য নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।।”