ভোররাতে ভয়াবহ কান্ড।নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কার ফুটো হয়ে বের হতে লাগলো অ্যাসিড। অ্যাসিডের ঝাঁঝালো ধোঁয়ার সাথে ছড়াতে লাগলো গন্ধ। আতঙ্কে স্তব্ধ হলো ১৯ নম্বর জাতীয় সড়ক। পুলিশ সূত্রে জানা গেছে, বিহার থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল একটি হাইড্রোক্লোরাইড অ্যাসিড বোঝায় ট্যাঙ্কার। মঙ্গলবার ভোর ৩. ১০ মিনিট নাগাদ মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে ট্যাঙ্কারটি উল্টে যায়।। স্থানীয়রা প্রথমে পুলিশ পড়ে দমকলকে খবর দেন।অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার ফুটো হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে যায়। ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমান গামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দমকল বাহিনী পৌঁছে চালক ও খালাসীকে উদ্ধার করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাংকরের ফুটো অংশ মেরামত করে সরানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। দুর্গাপুর দমকল বিভাগের সৌমিত্র চক্রবর্তী বলেন,”আমাদের কাছে তিনটে কুড়ি নাগাদ খবর যায়। আমরা এসে দেখি একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝায় ট্যাঙ্কার উল্টে গেছে। চালক এবং খালাসীকে উদ্ধার করি। তারা সুস্থই আছে। ট্যাঙ্কারটি ফুটো হয়ে যাওয়ায় অ্যাসিড বের হতে থাকে। জল স্প্রে করে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্রেনের মাধ্যমে ট্যাঙ্কারটিকে সরানোর ব্যবস্থা চলছে। এই ঘটনার জেরে ৩০মিনিট ধরে বন্ধ ছিল।যানচলাচল।”