দুর্গাপুর, ৩ মার্চ: বিজেপির বিরুদ্ধে রাজ্যের শাসক দলের লোকসভা নির্বাচনে হাতিয়ার কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা।এরাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড দিয়ে টাকা লুঠপাঠ হয়েছে এমন অভিযোগ তুলে এরাজ্যের আরামবাগ ও কৃষ্ণনগরের জনসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। দুর্গাপুরের পাঁচমাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লকের উদ্যোগে প্রস্তুতি সভায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার কার্যত নরেন্দ্র মোদীকে তুলোধুনো করলেন।তিনি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে “” গ্যারান্টি মন্ত্রী””বলে কটাক্ষ করেন।নরেন্দ্র মোদী এরাজ্যে গত বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে “” দিদি ও দিদি,আবকি বার ২০০ পার””বলেছিলেন, প্রধানমন্ত্রীর সেই কথাকে ব্যাঙ্গ করে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “” উনার সেই দিদি ও দিদি বলে কটাক্ষের উত্তর রাজ্যের মানুষ দিয়েছেন।”” প্রদীপবাবু আরও বলেন, “”এরাজ্যে এবার এসে মোটুভাই””বলেছেন ৩৫ টি আসন পাওয়ার কথা।
আর মোদী এসে তার থেকে বাড়িয়ে কৃষ্ণনগরের ও আরামবাগে বলেছেন আরও বেশি আসন পাওয়ার কথা।”” মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘুর সালের সভাপতি এবং ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন,এস বি এস টি সি র চেয়ারম্যান সুভাষ মন্ডল,পশ্চিম বর্ধমানের শাসক দলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, আই এন টি টি ইউ সির রাজ্য কমিটির সহ সভাপতি নিখিল নায়েক সহ অন্যান্যরা।মুলত এই সভায় সকল বক্তাদের বক্তব্যে উঠে আসে এরাজ্যের প্রতি বঞ্চনার কথা।এরাজ্যের থেকে অনেক বেশি ভুয়ো জব কার্ড বের হলেও সেই রাজ্যের আর্থিক অনুদান বন্ধ হয়নি বলে অভিযোগ তোলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুহওয়ালিয়ার সমালোচনা করে বলেন,””কোভিডে সাংসদ কে খুঁজে পাওয়া যায়নি।””