দুর্গাপুর, ৪ জানুয়ারি : বৌদিকে কুপ্রস্তাব দেওয়ার পরেও বৌদি রাজি না হওয়াতেই কি বৌদিকে শনিবার সাতসকালে কুপিয়ে খুন দেওরের? ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃতা গৃহবধুর নাম বিন্দু রুইদাস (৩২)। আহত মৃতা গৃহবধুর শাশুড়িও। গ্রেফতার অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাস।মৃতার মাকেও চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, শনিবার সাত সকালে বৌদির সাথে বিষ্ণুর বচসা হয়।

তারপরেই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় মেঝে। বিন্দুর মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও কোপ বসায় বিষ্ণু। সে চিৎকার করে গোটা পাড়ার লোককে ডাকতে থাকে। ঘটনাস্থলে ওটা এলাকার লোক ছুটে আসে। অভিযুক্ত বিষ্ণু রুইদাসের ভাইজি প্রিয়া রুইদাস সাংবাদিকদের সামনে জানায়,””বিষ্ণুর আমার কাকা। আমার মা আমাকে ফোন করে ডাকে যে বিষ্ণু এবং আমার কাকিমা ঝগড়া করছে তাড়াতাড়ি আয়।আমি এসে দেখি আমার কাকিমাকে খুন করেছে আমার কাকা। বিষ্ণু কিছুই করত না। আমাদেরকেও অশালীন ছবি পাঠাতো মোবাইলে। তার স্বভাব চরিত্র একদম ভালো ছিল না। আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি। তাকে যেন আর পুলিশ ছেড়ে না দেয়। “” খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কি কারণে খুন তা সঠিকভাবে এখনও জানা যায়নি।এসিপি (দুর্গাপুর)সুবীর রায় বলেন,”অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে আমরা খুব দ্রুত গ্রেপ্তার করেছি। পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত করবে ফরেন্সিক দলও।”