দুর্গাপুর, ১৯ অগাষ্ট: দীর্ঘ অস্ত্রপ্রচারের অসুস্থতা কাটিয়ে ফের স্বমহিমায় নরেন্দ্রনাথ চক্রবর্তী,পালন করলেন বোনেদের সাথে রাখিবন্ধন উৎসব।
আজ রাখি বন্ধন উৎসব, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা সহ পাণ্ডবেশ্বর বিধানসভার ভাই বোনেরাও মেতে উঠেছে রাখি বন্ধন উৎসবে। এই রাখিবন্ধন উৎসবের মাঝে দেখা গেল নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বোনেদের হাতে রাখি পরতে এবং বোনেদের হাতে আশীর্বাদ শাড়িও তুলে দিলেন।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন উৎসব ঘিরে থাকে ভাই বোনেদের উন্মাদনা। বেশ কয়েকদিন আগেই হৃদযন্ত্রের অস্ত্রোপচার করিয়েছিলেন নরেন্দ্রনাথ বাবু। প্রায় কয়েক মাসের বিশ্রাম কাটিয়ে আবার রাজনীতির ময়দানে নামলেন এই রাখি বন্ধন উৎসবের দিনে। আজ দুর্গাপুর চতুরঙ্গ ময়দানে রাখি বন্ধন উৎসবের সাথে সাথে শপথ নেওয়া হবে আর.জি.কর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির শপথ। মূলত এই অনুষ্ঠানে যোগ দিয়েই আবার রাজনীতির ময়দানে নামলেন জেলা সভাপতি। রাখি পরাতে আসা এক বোন সোমা রায়চৌধুরী বলেন, দাদা আমাদের কাছে নতুন রূপে ফিরে এসেছেন , এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। এবং আগামী দিনে দাদার নেতৃত্বে পশ্চিম বর্ধমানের রাজনীতি হারু শক্তিশালী সমৃদ্ধ হয়ে উঠবে এই আশা রাখি।