বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

পাণ্ডবেশ্বর,১০ জন আটকপাণ্ডবেশ্বর – রোগীর পরিবারের অভিযোগ ডাক্তারের গাফিলতির কারণে এমনটাই জানাচ্ছেন রোগীর আত্মীয় পরিজনেরা। রোগীর মৃত্যুর ঘটনা পর ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনরা। ভাঙচুর করা হয় হাসপাতালের আসবাবপত্র বলেও অভিযোগ ।

হাসপাতাল ভাঙচুরের অভিযোগের কারনে ইতিমধ্যেই পাণ্ডবেশ্বর থানার পুলিশ ১০ জনকে আটক করেছে। মৃতের নাম বছর জানবি কুমারী,বয়স ১৩ বছর। পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ের বাসিন্দা। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজনেরা।এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান “”জানবি কুমারী কে সকালে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকেরা।

তারপর বিকালবেলা রোগীর পরিবার তাকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। আমরা জানায় রোগীর শারীরিক অবস্থা ভালো নয় তাই তার ছুটি দেওয়া যাবে না। তা সত্ত্বেও রোগীর আত্মীয়রা জোর করে রোগিণীকে ছুটি করিয়ে নিয়ে যায়। ফের আবার কিছুক্ষণের মধ্যে আবার রোগীকে নিয়ে আসে হাসপাতালে ভর্তি করাতে। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরে সে মারা যায়।””

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *