দুর্গাপুর, ১০ ফেব্রুয়ারী : দুর্গাপুর স্টিল টাউনশিপ এর এজোন এস এন ব্যানার্জি রোড অতি দুর্ঘটনা প্রবণ একটি রাস্তা হয়ে উঠেছে। পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের দিক থেকে এবং উল্টোদিকে হেতেডোবা শিল্প তালুকের দিকে বহু ভারী যানবাহন এই রাস্তা ধরেই যাতায়াত করে। সোমবার বিকেল ৩:৪৫ নাগাদ একটি খালি ডাম্পার যেটি লিঙ্ক রোড থেকে সবুজ নগরের দিকে যাচ্ছিল।সেইসময় একটি টোটো গাড়ি নিয়ে চালক সত্যজিৎ দত্ত(৪৫ বছর) একটি ১২ বছরের শিশু প্রানজয় ভট্টাচার্য কে টিউশন পড়তে নিয়ে যাচ্ছিল।সেই সময় দুর্ঘটনার জেরে টোটো চালক এবং ওই শিশুটি আহত হয়। টোটো চালকের বাম হাতে চোট এবং ওই শিশুর মাথায় আঘাত লাগে।তাদেরকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।।ঘটনার পর ডাম্পার চালক ও খালাসী পালিয়ে যায়। স্থানীয় জনতা ও টোটো চালককে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি দুর্গাপুর থানার এবং দুর্গাপুর সব ট্রাফিকের পুলিশ আধিকারিকরা এসে উপস্থিত হন।

এই দুর্ঘটনার জেনে বেশ কিছুক্ষণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে যায়। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা দ্রুত ঘটনার মোকাবিলা করে ডাম্পার এবং টোটো টিকে থানায় নিয়ে যায়।স্থানীয়দের পক্ষ থেকে দাবি জানানো হয় অবিলম্বে আমরাই মোড়ের দুইদিকে রোডের উপর যানবাহন নিয়ন্ত্রণের জন্য বাম্পার তৈরির আবেদনের কথা।পুলিশের পক্ষ থেকে দ্রুত বাম্পার করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ আমরাই মোট একটি ঘিঞ্জি বাজার এলাকা।বহু গাড়ি এই রাস্তার ওপর দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যদি এই রাস্তায় নিয়মিত কড়া নজরদারি চালানো হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা কমানো যাবে। আহত টোটো চালক এবং শিশুকে দুর্গাপুরের বিধান নগর এর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।।