বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত যুবক,উত্তেজনা দুর্গাপুরে

দুর্গাপুর, ১৮ মার্চ: বেপরোয়া টোটোর ধাক্কা! নর্দমায় ঢুকে মৃত্যু সাইকেল আরোহীর। উত্তেজনা দুর্গাপুর থানার ধুনরা প্লট এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী(৩৮)। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে আসছিল। তখনই প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। তখনই সাইকেল নিয়ে নিকাশি নলার ভেতর পড়ে যায় তরুণ।

টোটো চালককে প্রথমে স্থানীয়রা ধরে ফেলে। সুযোগ বুঝে পালাই টোটো চালক। তরুণবাবুকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মিঠুন গরাইয়ের অভিযোগ,”মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তরুণ অধিকারী সাইকেল নিয়ে দুধ দিতে এসেছিল। আর টোটো চালক বেপরোয়া গতিতে ধাক্কা মারে।

তারপরেই ড্রেনে পড়ে যায় তরুণ। আমরা তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করে। এই টোটোর মালিক এক মহিলা। সেই যাকে তাকে টোটো চালাতে দেন। সেই কারণেই এই ঘটনা। আমরা টোটো চালক টোটোর মালিকের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি করছি।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ