বি আর আম্বেদকর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুর্গাপুরে অমিত শাহর কুশপুত্তলিকা দাহ তৃণমূল কংগ্রেসের

দুর্গাপুর, ২০ ডিসেম্বর : বিআর আম্বেদকর ইস্যুতে একদিকে উত্তাল সংসদ ভবন ৷ তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান রচয়িতাকে নিয়ে করা মন্তব্যে তিনি ‘শকড’ বলে জানানোর পরে তার রেশ আছড়ে পড়ল দুর্গাপুর। শুক্রবার দুর্গাপুর স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের পূর্ণাবয়বের পাদদেশে তৃণমূল কংগ্রেস এক নম্বর ব্লকের নয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হলো। ত মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের 75 বছর নিয়ে বিতর্কের জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, “এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…।

এতবার ভগবানের নাম নিলে হয়তো সাতজন্ম পর্যন্ত স্বর্গ লাভ হয়ে যেত ৷”” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পরেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বি আর আম্বেদকরের বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে সরব হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হল এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন। ইস্পাত নগরী দুর্গাপুরে হর্ষবর্ধন রোডে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এর পূর্ণবয়ব রয়েছে। তপশিলি জাতি ও উপজাতিদের প্রতিনিধি তথা মুখ বি আর আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বি আর আম্বেদকর এর মূর্তির পাদদেশে অমিত শাহর বিরুদ্ধাচারণ করে স্লোগান দেওয়া হয়। এরপর তার কুশপুত্তলিকা দাহ করা হয় সেখানেই। নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত রক্ষিত জানান, “”দেশের পিছিয়ে পড়া জনসাধারণদের প্রতিনিধি বি আর আম্বেদকর। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কুরুচিকর মন্তব্যের দ্বারা প্রমাণ করলেন ভারতীয় জনতা পার্টি উচ্চবর্ণের মানুষদের প্রতি সহানুভূতিশীল। নিম্নবর্গের মানুষদের প্রতি তাদের মনোভাব স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে গেছে। তাই আমরা অনুরোধ জানাচ্ছি জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক ভেদাভেদ মুক্ত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সবাই পথে নামুন। “”তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ।কার্যত তার কথাতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তীব্র ক্ষোভ ঝরে পড়ে। রাজিব বাবু স্পষ্ট জানিয়ে দিলেন এই আন্দোলন আর তীব্র থেকে তীব্রতর হবে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *