বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক দুর্গাপুরের এক গৃহবধুর

দুর্গাপুর, ৪ জানুয়ারি :একদিন শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখতেই যোগাসন শিবিরে যোগদান করেন দুর্গাপুরের বি-জোন জয়দেব রোডের বাসিন্দা সাধারণ গৃহবধূ তানিয়া চট্টোপাধ্যায়। পরবর্তীতে সেই যোগাসন তার জীবনকে বদলে দিল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে আয়োজিত বিশ্ব যোগাসন প্রতিযোগীতায় স্বর্ণপদক জিতলেন দূগাপুরের বি-জোন টাউনশিপের জয়দেবের বাসিন্দা তানিয়া দেবী।

ইউনিভার্স যোগাসনের পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। সেখানে ১৪টি দেশের অন্তত ৭০০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। ট্রাডিশনাল ও রিদমিক এই দুটি বিভাগ ছিল। ট্রাডিশনাল যোগায় ৪১ থেকে ৪৫ বছর বয়সীদের বিভাগে প্রথমস্থান অধিকার করেন দুর্গাপুরের তানিয়া চট্টোপাধ্যায়। চ্যাম্পিয়নের শংসাপত্র এবং স্বর্ণপদক জেতেন তিনি।


নিউজহান্টের প্রতিনিধিকে তানিয়া চট্টোপাধ্যায় এমন কৃতিত্বের অধিকারী হওয়ার পর জানালেন, “” ৬ বছর,যোগা অনুশীলন করছি। শারীরিক দিক থেকে নিজেকে সুস্থ রাখারর জন্য যোগা শুরু। ছোটবেলা থেকেই খেলাধূলা ভালোবাসতাম। তারপর যোগার ব্যাপারে জানতে পারলাম এবং ধীরে ধীরে যোগা আমার জীবনের ধ্যান,জ্ঞান হয়ে ওঠে। আর যোগাকে এত ভালোবাসি আর সেই জন্য সংসারের সব কাজ সামলে প্রতি দিন নিয়মিত ভোরবেলায় যোগা অভ্যাস করি। আমার মেয়ে বি বি এ দ্বিতীয় বর্ষে পড়ছে।”” ভারতবর্ষের যোগ সাধনার ইতিহাস বহু প্রাচীন কালের।গোটা বিশ্ব আজ ভারতবর্ষের যোগ সাধনায় অনুপ্রাণিত। যোগা করলে রোগমুক্তি হয় শুধু তাই নয়,তানিয়া দেবী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে দেখিয়ে দিলেন নিয়মিত অভ্যাস বিশ্বের মঞ্চে নিজের দেশকে গর্বিত করার সুযোগ এনে দিয়েছে যোগা। নিউজ হান্ট এর পক্ষ থেকে তানিয়া চট্টোপাধ্যায় কে শুভেচ্ছা জানাই। আশা রাখি আগামী দিনে তিনি আরও অনেক সাফল্য অর্জন করুন যোগাসনের বিভিন্ন প্রতিযোগিতায়।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ