বিবাহ বহির্ভূত সম্পর্ক রহস্য মৃত্যু যুবকের উত্তেজনা এলাকায়

দুর্গাপুর, ২৭ মার্চ: বিবাহবহির্ভূত সম্পর্ক আর তার জেরে যুবকের রহস্য জনক ভাবে মৃত্যু । এই ঘটনায় রীতিমতো উত্তেজনা পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে।রনক্ষেত্র গোটা এলাকা। ভাঙচুর, চলল ইঁট বৃষ্টি, যার জেরে আহত পুলিশ আধিকারিক, ভাঙচুর করা হলো সাংবাদিকের বাইক।উত্তেজনা গোটা এলাকায় বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরী পাড়ার যুবক পল্লব বাউরর (২২ বছর)ঝুলন্ত মৃতদেহ । পাণ্ডবেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নিমেষে ছড়ায় উত্তেজনা ।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের সাত্যে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যায় বলে অভিযোগ। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে । এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলেই অভিযোগ এলাকাবাসীর । বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা । বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাংচুরের ঘটনা ঘটে।সাইকেল, মোটরসাইকেলেও ভাঙচুর চালানো হয় । পুলিশকে লক্ষ্য করে চলে ইঁট বৃষ্টি । ইঁটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায় ।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে । বেশ কয়েকজনকে আটক করে পুলিশ । এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।আমিও উত্তেজিত বাসিন্দারা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে।

তাদের অভিযোগ পুলিশ পরিবারের কাউকে না জানিয়ে কেন মৃতদেহ নিয়ে চলে গেল?পল্লব বাউরির মৃত্যু কিভাবে হয়েছে তার প্রকৃত তদন্তের দাবিসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানান, “”একটা মৃত্যুর ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পান্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত সেই তদন্ত চলছে। আমরা মানুষকে বুঝাতে চাইছি পুলিশ এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নেবে। অনেক মানুষকে বোঝানো সম্ভব হয়েছে। “”তবে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গোটা কুমারডিহি গ্রাম। আহত ডেপুটি কমিশনার কে দেখা গেল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আহত অবস্থাতেও পরিস্থিতির মোকাবিলা করতে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ