বিবহ বহির্ভুত সম্পর্কে ব্ল্যাকমেইল, প্রেমিকের হাতে খুন প্রেমিকা

দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বর : প্রেমিকার ধারাবাহিক চাপ তার সাথে শারীরিক সম্পর্ক রাখার জন্য এবং তাকে বিয়ে করার জন্য।আর তা নাহলে প্রেমিকা আত্মহত্যা করে প্রেমিককে ফাঁসানোর ভয় দেখাতেই প্রেমিক সেখ সালাউদ্দিন(২৯ বছর) তার প্রেমিকা আলিয়া বিবি(৩৬ বছর)কে দুর্গাপুর ফরিদপুর থানার তুষকুটিতে নির্জন এলাকায় ডেকে ধারালো কাটারির আঘাতে খুন করে ঠান্ডা মাথায় প্রেমিকার মৃতদেহতে ইঁট বেঁধে তা কুয়োর জলে ফেলে দেয়।মোবাইল ফোনের সুত্র ধরে ফরিদপুর থানার তদন্তকারী অফিসাররা শেখ সালাউদ্দিনকে রাঙ্গামাটি গ্রাম থেকে ধরে ফেলে। তাকে পুলিশ গ্রেফতার করে ১৪ সেপ্টেম্বর। দুর্গাপুর মহকুমা আদালতে তাকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারী অফিসাররা এর পর জিজ্ঞাসাবাদ চালাতেই খুনের কাজে ব্যবহৃত ধারালো কাটারি,আলিয়া বিবি ওই দিন বাড়ি থেকে নিয়ে গিয়েছিল ১৮ হাজার টাকা এবং সালাউদ্দিনের নিজস্ব মোবাইল ফোন ছাড়াও তার কাছে থাকা আলিয়া বিবির নামে থাকা গোপন সমসহ মোট দুটি ফোন উদ্ধার হয়।আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পুর্ব) মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান,””আলিয়া বিবি বেশ কয়েকদিন ধরেই তার প্রেমিক শেখ সালাউদ্দিনকে তার সাথে সম্পর্ক রাখার জন্য চাপ দিচ্ছিল।

সালাউদ্দিনকে ব্ল্যাকমেল করছিল আলিয়া বিবি বলে শেখ সালাউদ্দিন জানিয়েছে।সালাউদ্দিন আলিয়া বিবিকে নির্জন এলাকায় ডেকে ঠান্ডা মাথায় তাকে ধারালো কাটারি দিয়ে আঘাত করে খুন করে। এরপর তার গলায় ইঁট বেঁধে তার প্রেমিকার দেহ কুয়োর জলে ডুবিয়ে দেয়। এই খুনের কিনারা করতে গিয়ে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। তবে সালাউদ্দিনের কাছে থাকা মোবাইল ফোন যার সিম আলিয়া বিবির নামে ছিল সেই ফোনের সূত্র ধরে শেখ সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

“”গত ৩১ অগাস্ট ১৬ দিন নিঁখোজ থাকা গৃহবধু আলিয়া বিবির(৩৬ বছর) পচাগলা মৃতদেহ উদ্ধার হয় ফরিদপুর থানা এলাকার তুষকুটি গ্রামের নির্জন এলাকার একটি কুয়োর জলে।সেই ঘটনায় আলিয়া বিবির স্বামী সেখ গিয়াস ফরিদপুর থানা এলাকার সেখ লালন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে খুনের লিখিত অভিযোগ করেন। ফরিদপুর থানার পুলিশ সেইমত সেখ লালনকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী পুলিশ আধিকারিকরা।কিন্তু শেখ লালন এই খুনের ঘটনার সাথে জড়িত নয় বুঝতে পেরে পুলিশ তদন্ত নেমে মোবাইল ফোনের সুত্র ধরে রাঙ্গামাটি গ্রামের এক যুবক আলিয়া বিবির থেকে বয়সে বেশ কিছুটা ছোট শেখ সালাউদ্দিনকে গ্রেফতার করে।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুরের তুষকুটি গ্রামের নির্জন জায়গা মাঠের মাঝে কালী মন্দিরের একটা পরিত্যক্ত কুয়োতে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। দীর্ঘ ১৬ দিন ধরে নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধারের দিন মৃতার স্বামী সেখ গিয়াসউদ্দিনের অভিযোগ “”গত দেড় বছর আগে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তার স্ত্রী।একটি ছেলের সঙ্গে ফোনে সে কথা বলতো। সে সময় বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল,আলিয়া বিষ পান করেছিল, ও সে যাত্রায় বেঁচে গিয়েছিল। পরবর্তীতে সব কিছু আবার ঠিক হয়ে যায়।”” যদিও আলিয়া বিবির স্বামী গিয়াসউদ্দিনের সন্দেহ ছিল স্থানীয় শেখ লালনের উপরে। তাহলে কি এই মহিলার সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক ছিল? ডেপুটি কমিশনার (পুর্ব)অভিষেক গুপ্তা যদিও বলেন, “”এই বিষয়টি নিয়ে আমরা তদন্ত করিনি। আবে সালাউদ্দিনকে বেশ কিছুদিন ধরেই চাপ দিচ্ছিল এই মহিলা তার সাথে সম্পর্ক চিরস্থায়ী রাখার জন্য। ব্ল্যাকমেইল করার কারণেই সালাউদ্দিনকে খুন করতে বাধ্য হতে হয়েছে বলে সালাউদ্দিন জানিয়েছে। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ