বিধায়কের জন্মদিন পালন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা

দুর্গাপুর, ১০ জানুয়ারি: এ যেন এক অন্যরকম জন্মদিন পালন। নেই কেক মাখামাখি। গানা বাজনা কিংবা হৈ হুল্লোড়। বরং একেবারে সাদামাটা ভাবেই পালিত হল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মদিন। আজ অর্থাৎ জানুয়ারি মাসের ১০ তারিখ সকলের প্রিয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জন্ম দিবস। আদিবাসী সম্প্রদায়ের মানুষের ইচ্ছে ছিল বিধায়কের জন্মদিন পালন করার। পাণ্ডবেশ্বর বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামের লক্ষ্মী মূর্মু বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সান্নিধ্যে আপ্লুত হয়ে তাকে অনুরোধ করেছিলেন তারা বাড়িতেই পালন করবেন বিধায়কের জন্মদিন। যেমন আবদার তেমন কাজ।

আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আবেদন ফিরিয়ে দিলেন না বিধায়ক। জন্মদিনের দিন সটান গেলেন তাদের এলাকায়। তাদের বাড়ির উঠোনে বসে খেলেন জন্মদিনের পায়েস। এটাই তার পরিতৃপ্তি। বিধায়কের এহেন মানবিকতায় খুশি লক্ষ্মী মুর্মু সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষ্মী মুর্মু একগাল হাসি নিয়ে বলেন, ‘জীবনে কখনো ভাবতেই পারিনি আমার বাড়িতে বসে খাবার খাবেন দাদা। আসলে তিনি আমাদের কাছে ভগবান। আমাদের প্রতিটি সুখ দুঃখী আমরা এভাবেই দাদাকে পাশে পেয়েছি। আমরাও দাদার পাশে থাকতে চাই’।অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘বড় হোটেলের করতালির মধ্যে দিয়ে কেক কাটার চেয়ে এই লক্ষ্মী দিদির বাড়িতে আদিবাসী নাচ-গানের মধ্য দিয়ে আবেগে ভাষার আনন্দটাই আলাদা’।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others