বারুইপুরের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরেও রাস্তায় আগুন জ্বলল

দুর্গাপুর, ২০ মার্চ: বারুইপুরে বিজেপির মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে নগর নিগম মোড় অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ বিজেপি কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন তারা। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে শুরু হয় বচসা। ১৫ মিনিট ধরে অবরোধ চলার পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন,”যেভাবে বিরোধী দলনেতার মিছিলের ওপর হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডাবাহিনী তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। বিধানসভাতে কালো পতাকা দেখিয়েছি। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে বিজেপির মিছিলে হামলা চালানো হচ্ছে। আমরা তারই প্রতিবাদ করছি। আগামী দিনে বৃহত্তর হবে এই আন্দোলন।”অভিযোগ রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী বিজেপি বিধায়কদের কোন কথা শোনেন না।

তাই বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিমান বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা থেকে জয় যুক্ত হয়েছেন বারুইপুরে একটি মিছিলের ডাক দেয়। শুভেন্দু অধিকারী ছাড়াও বিরোধী বিজেপির ৫০ জন বিধায়ক সেই মিছিলে যোগদান করতে গেলে তৃণমূল কংগ্রেস আশ্রিত একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর সহ বিজেপি বিধায়কদের আক্রমণ করে বলে অভিযোগ। তারই প্রতিবাদ আছড়ে পড়ল শিল্প শহর দুর্গাপুরে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ