বামপন্থীদের ওপরে আক্রমণ ও সেক্টর অফিসে তালার প্রতিবাদ মিছিল সিপিআই(এম) এর

দুর্গাপুর, ২ মার্চ: গতকাল যাদবপুরে আক্রান্ত শিক্ষামন্ত্রী। তারই প্রতিবাদে দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে সেক্টর অফিসে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সিপিআইএম এর পক্ষ থেকে আজ হর্ষবর্ধন রোডে মহামিছিল শেষে সিপিআইএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন এটা “”পেচো মাতালদের কাজ “”।পাল্টা নয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পুরপিতা পল্লব নাগের প্যারোডি””মটর কলায় গোল গোল দাঁতে ভাঙ্গে না /সিপিএম কেন শুন্য থেকে একে আসে না?”” একদল পেঁচো মাতাল যারা যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যে নিজেদের জায়গা তৈরি করতে চাইছে তারাই আমাদের সেক্টর অফিস ভেঙেছে প্রতিবাদ মিছিলে সামিল হয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ ডাকলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়।

ইস্পাত নগরী জুড়ে আর সিপিএম থাকবে না পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেতার। দুর্গাপুরের হর্ষবর্ধনে সিপিএমের সেক্টর অফিস ভাঙচুরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সিপিএমের। শনিবার সন্ধ্যায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে সিপিএমের সেক্টর অফিসে ব্যাপক ভাংচুর চলে, মারধর করা হয় সিপিএমের প্রবীন কর্মীদের। এই অভিযোগ তুলে রবিবার সকাল থেকে সরব হয় সিপিএম কর্মী সমর্থকরা। রবিবার বিকেলে সেক্টর অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। ইস্পাত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে আবার সেক্টর অফিসের সামনেই শেষ হয়।

সিপিএমের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন,”আমাদের সেক্টর অফিসে তৃণমূলের পেঁচো মাতালরা ভাঙচুর করেছে। আমাদের প্রবীণ কর্মীদের মারধর করেছে। তার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ মিছিল।” পাল্টা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ বলেন,”সিপিএমের দলে লোক নেই। আমরা চ্যালেঞ্জ করলাম নয় নম্বর ওয়ার্ড কেন গোটা নগরী জুড়ে আর সিপিএম থাকবে না। ছোট ছোট অনেক সাব জুনিয়র উঠছে। তারা সাবধান হয়ে না গেলে তাদের ভালো সময় আসছে না।””দুর্গাপুর স্টিল টাউনশীপের এই হর্ষবর্ধন রোডে সেক্টর অফিসে এর আগেও শাসকদলের লোকেরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ তোলে বাম নেতা কর্মীরা।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *