দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারী : দুর্গাপুরের বেনাচিতিতে”” হিরো””বাইকের শো-রুমের বয়স ৩৭ বছর।প্রত্যেক বছর হিরো মোটরসের পক্ষ থেকে যারা বাইক রাইডার তাদেরকে গাড়ি চালানোর খুঁটিনাটি শেখানোর জন্য শিবিরের আয়োজন করা হয়।মূলত দেশের ৪ টি বড় বড় শহরে এই শিবিরের আয়োজন হয়।এই প্রথম হিরো ও দুর্গাপুরের বে-সরকারি একটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের উদ্যোগে আয়োজিত হল “” X-DRAG””.হিরো এক্সট্রিম ১৬০ আর এই মডেলের গাড়ি যারা চালান তারা এই দ্রুত গতিসম্পন্ন গাড়ি চালানোর ক্ষেত্রে কি কি সাবধনতা অবলম্বন করতে হবে তা রবিবার সকালে শেখানো হয় দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায়। এই শিবিরের প্রায় ১৪০ জন বাইক রাইডার যোগদান করেন।
দুর্গাপুরের বেনাচিতির হিরো শোরুমের সেলস ম্যানেজার অনুপ সরকার জানান, “”এতদিন পর্যন্ত দেশের চারটি বড় বড় শহরে শিবির আয়োজিত হয়েছে। কিন্তু এবার সৌভাগ্যবশত দুর্গাপুরে এই শিবিরের আয়োজন। যারা মূলত একটু দ্রুতগতিতে বাইক চালাতে ভালোবাসেন তারা কিভাবে ব্রেকের ব্যবহার করবেন, বাইক চালানোর সময় সামনে কেও হঠাৎ এসে পড়লে তাকে কিভাবে বাঁচাবেন এবং নিজেও কিভাবে বাঁচবেন এই বিষয়ে পূর্ণাঙ্গ পাঠ শেখানোর জন্যই এই শিবিরের আয়োজন। “”যারা বাইক রাইডার তারা একটু দ্রুতগতিতে বাইক চালানোতে আনন্দ উপভোগ করেন। কিন্তু দ্রুত গতিতে চালাতে গিয়ে অনেকেই দুর্ঘটনার মুখোমুখি হন। সেই দুর্ঘটনা রোধেই এবার হিরো এবং দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এই উদ্যোগ।।