বাইক বাজদের দৌরাত্ম, মিনিবাস চালককে মারধর! বন্ধ মিনিবাস পরিষেবা

দুর্গাপুর, ৯ জানুয়ারি: বাইক বাজদের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে গোটা রাজ্য জুড়ে। এবার এক অপ্রীতিকর ঘটনা ঘটলো শহর দুর্গাপুরে। বেনাচিতি কাইজার গলির সামনে মেন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল বেনাচিতি দুর্গাপুর রোডের একটি মিনিবাস। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিন বাইক চালক। অভিযোগ বাসের খালাসী বারে বারে ওই তিন বাইক চালককে রাস্তা দেওয়ার আবেদন জানালেও তাতে কর্ণপাত করেননি তারা। উল্টে বাসটিকে ওভারটেক করার চেষ্টা করেন ওই তিন বাইক চালক। আর এতেই ধাক্কা লাগে বাসে।


ঘটনার পর ক্ষমা চাওয়া তো দুরস্ত বদলে বাইক বাসের সামনে দাঁড় করিয়ে চালককে মারধর করার অভিযোগ ওই তিন বাইক চালকের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাসের মালিক। অভিযোগ তাকেও মারধর করেন যুবকেরা। হাতাহাতির খবর পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে আসে এজন ফাঁড়ির পুলিশ। আটক করা হয় বাস চালককে। যদিও ওই অভিযুক্ত যুবকদের আটক করা হয়নি বলেই অভিযোগ। আর এতেই প্রান্তিকা থেকে যাতায়াত করা সমস্ত রুটে মিনিবাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফাঁড়ির সামনে চলে মিনি বাস চালক এবং খালাসিদের তুমুল বিক্ষোভ।
ঘটনা প্রসঙ্গে এক বিক্ষোভকারী মিনিবাস চালক লালন শির্মা বলেন, ‘দিনের পর দিন আমাদের এভাবে মার খেতে হচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই। পুলিশ ড্রাইভারকে গ্রেফতার করলেও দোষীদের গ্রেফতার করেনি। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং আমাদের ড্রাইভারকে ছাড়তে হবে নচেৎ রাস্তায় নামবে না বাস’।
ঘটনা প্রসঙ্গে ওই বাসের খালাসি কাজল দে বলেন, ‘ বেনাচিতি বাজারে অত্যাধিক পরিমাণে টোটর রাজত্ব বেড়েছে। যার জেরে আমাদের এমনিতেই সমস্যার সম্মুখীন হতে হয়। আর আজ যে ঘটনা ঘটলো তা একেবারেই অপ্রত্যাশিত। আমরা এর সঠিক বিচার চাই’।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ