দুর্গাপুর, ৬ মার্চ : বইয়ের মূল্য বদল আর ফি বাড়ানোর অভিযোগ তুলে দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে বিক্ষোভ। দীর্ঘ সময় ধরে বিক্ষোভের পরেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব না দেওয়ায় স্কুলের গেট টপকে স্কুলের ভেতরে ঢুকলো অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো নিউ টাউনশিপ থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগ, আচমকা ফি বাড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বইয়ের মূল্য যা প্রিন্ট করা রয়েছে সেই প্রিন্টের ওপর কাগজ চিটিয়ে মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেজন্যই বাধ্য হয়ে বৃহস্পতিবার তারা বিক্ষোভে নামেন। সমগ্র ঘটনা প্রসঙ্গে এক অভিভাবক বিউটি মন্ডলের অভিযোগ,”আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের কথার কোনো গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলন করছি।

যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”যদিও স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি। একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও কোন কথা বলতে চাননি তারা।