দুর্গাপুর, ৩১ ডিসেম্বর : দুর্গাপুরে আরও একবার আয়োজিত হতে চলেছে টেনিস ক্রিকেটের মহারণ “” বিগ ব্যাশ-২০২৪” “।দেশের বিভিন্ন প্রান্তের টেনিস ক্রিকেটের নক্ষত্রদের নিয়ে আগামী মার্চ মাসে দুর্গাপুর স্টিল টাউনশীপের নেহেরু স্টেডিয়ামে এই প্রতিযোগিতা আয়োজিত হবে।আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মতিথিতে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাসের উদ্বোধন হবে।মার্চে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত হবে টেনিস ক্রিকেটের এই বিরাট আয়োজন। গতবার এই প্রতিযোগিতায় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার বিশ্ববন্দিত সনত জয়সুর্য।এবারের প্রতিযোগিতাকে আরো কারণ এই প্রতিযোগিতার বিজয়ী দল পাবে সুদৃশ্য ট্রফির পাশাপাশি ২৫ লক্ষ টাকা নগদ, রানার্স আপ দল পাবে সুদৃশ্য ট্রফির পাশাপাশি ১৫ লক্ষ টাকা নগদ। এই প্রতিযোগিতা সেরা খেলোয়াড়ের ভাগ্যে জুটবে একটি চারচাকা গাড়ি। ক্রিকেটের এই বিরাট আয়োজনকে ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের এই আয়োজনের অন্যতম প্রধান কারণ আধুনিক প্রজন্ম মাঠমুখী নয়, মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে নোবেল প্রজন্ম। তার পাশাপাশি পড়াশোনার ভীষণ চাপ সামলে এখন আর খুদে খেলোয়াড়রা মাঠে আসছেন না। তাদেরকে মাঠমুখি করার লক্ষ্যেই ক্রিকেটের এই মহা আয়োজন।