পুলিশ ও ছাত্র-ছাত্রীদের ড্রাগ বিরোধী দিবস উদযাপন

দুর্গাপুর, ২৬ জুন: “”ড্রাগের নেশা, সর্বনাশা “”এমন প্রবাদকে উপেক্ষা করে সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি শহর দুর্গাপুরের বিভিন্ন এলাকায় শিশু-কিশোর থেকে যুবকদের ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে দুর্গাপুর শহরের বিভিন্ন বস্তি অঞ্চল গুলিতে ড্রাগের নেশা মারাত্মক আকার ধারণ করেছে। কেড়ে নিচ্ছে পারিবারিক শান্তি। নেশাগ্রস্ত অনেককেই আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। অকালে জীবন চলে যাচ্ছে নেশাগ্রস্ত বহু কিশোর এবং যুবকদের। আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। দুর্গাপুর থানার পুলিশ, দুর্গাপুর ট্রাফিক গার্ড এবং দুর্গাপুরের বেসরকারি বিদ্যালয় ছাত্রছাত্রীরা দুর্গাপুর স্টিল টাউনশিপ এর বিভিন্ন পথে র‍্যালির মধ্য দিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই র‍্যালিতে অংশ নেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ছাত্র-ছাত্রীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ছিল মাদক সেবনের বিরুদ্ধে কড়া বার্তা। আবেগপ্রবণ হয়ে ছোট ছোট ছেলেরা মাদক সেবন করতে শুরু করে কিন্তু তারপর সেই নেশা থেকে বেরিয়ে আসা হয়ে যায় অত্যন্ত কষ্টকর। দুর্গাপুর শহরে ব্রাউন সুগার, ডেনড্রাইট আঁঠা, নিষিদ্ধ বেশ কিছু ঔষধ সহযোগে চলে নেশা করা।

বস্তি অঞ্চল গুলিতে মা ও বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর কার্যত একাকিত্বে ভুগতে থাকা ছেলেরা সহজেই নেশাগ্রস্ত হয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে করে এই সমস্ত নিষিদ্ধ মাদক লুকিয়ে চুরিয়ে বিক্রি বন্ধ হয়। অনেকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী দিবসে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট হুশিয়ারি, “”যে বা যারা এই ধরনের মাদক কারবারে যুক্ত তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। বস্তি অঞ্চলগুলিতে যারা এই ধরনের মাদক যোগান দিচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *