পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি! ব্যাপক চাঞ্চল্য সিটি সেন্টারে…..

দিনের আলোতেই এএসআইয়ের বাড়িতে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা। চুরি গেল অলঙ্কার সহ নগদ টাকা। এই ঘটনা জানাজানি হতেই চোখ কপালে উঠল এলাকাবাসীর। শুক্রবার এমনই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউসিং-র ডি সিক্স কোয়ার্টারে। ঘটনাস্থলে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ। জানা গেছে, সিটি সেন্টার হাউসিং-র ডি সিক্স কোয়ার্টারে ছেলেকে নিয়ে থাকেন পুরুলিয়ার এএসআই সঞ্জয় আকুলির স্ত্রী সাথী আকুলি। সাথী আকুলির অভিযোগ,”বেলা সাড়ে ১১ টার সময় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। বারোটার সময় বাড়ি ফিরে এসে দেখি দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আলমারিও খোলা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। তারপরেই দেখি নগদ পনের হাজার টাকা এবং কিছু সোনা, রুপোর অলংকার চুরি গেছে। আমি চরম আতঙ্কে রয়েছি। আমার জিনিস ফিরিয়ে দেওয়া হোক এই দাবিও করছি।”দিনে দুপুরে পুলিশের বাড়িতে এই চুরিকে ঘিরে শহরের নিরাপত্তা নিয়ে আবারো উঠল বড়সড়ো প্রশ্ন।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *