পুরনো কমিটি পরিচালনা করবে কল্পতরু মেলার, জানিয়ে দিল মেলা কমিটি…..

নতুন বছরের শুরুর দিন থেকেই দুর্গাপুরের গ্যামনে শুরু হবে কল্পতরু উৎসব। চলবে দশ দিন ধরে। সোমবার দুপুরে দুর্গাপুর নগর নিগমে সেই নিয়েই সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠক করলেন দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির কোষাধক্ষ্য দীপঙ্কর লাহা এবং সাধারণ সম্পাদক বিপ্লব বসু ঠাকুর। গত কয়েকদিন আগে কল্পতরু মেলা কমিটির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন সাংস্কৃতিক মেলা কমিটির কোষাধক্ষ্য দীপঙ্কর লাহা। তিনি বলেন,”মেলার সমস্ত খরচ বাদে ১০ লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়। উন্নয়ন করা হয় এলাকার স্কুল সহ মাঠের। যারা দুর্নীতির অভিযোগ তুলেছিল তারা সকলেই সমাজ বিরোধী লোক। মদ বিক্রি করে রাতের বেলায় আর দিনে মেলা কমিটির বিরুদ্ধে বদনাম ছড়াই। আমরা পুলিশকেও এই বিষয়টি জানিয়েছি। মেলায় গতবারেও যে কমিটি ছিল সেই কমিটিই এবারও থাকবে। প্রায় তিনশোর মত স্টল বসবে।”মেলার সাধারণ সম্পাদক বিপ্লব বসু ঠাকুর বলেন,”রাজ্যের মন্ত্রী মলয় ঘটক যেদিন থেকে মেলার হাল ধরেছে সেদিন থেকে মেলা একেবারে স্বচ্ছ ভাবে হয়েছে। এবারেও দশ দিন ধরে মেলা সুষ্ঠভাবেই হবে। হাজার হাজার মানুষের সমাগম হবে। বিভিন্ন অনুষ্ঠান চলবে। বাংলার প্রথিতযশা বিদ্বজ্জন উপস্থিত থাকবেন।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *