পাণ্ডবেশ্বর উখড়া ম্যারাথন দৌড় সূচনা করলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ও বিধায়ক

।উখরা : উখরা রোটারি ক্লাব ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন দৌড় । বুধবার সকাল সাতটায় বাকোলা রেলগেট থেকে দৌড়ের সূচনা হয় । সূচনা করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ।বাকোলা রেল গেট থেকে বাজপাই মোড়, উখরা গ্রাম, আনন্দ মোর হয়ে ধরে ফের বাকোলা রেলগেটে গিয়ে সাড়ে চার কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শেষ হয় ।

উদ্যোক্তারা জানান এদিনের ম্যারাথনে যোগ দিয়েছিল এক হাজারেরও বেশি প্রতিযোগী । ভিন রাজ্য থেকেও অনেক প্রতিযোগী অংশ নিয়েছিল এবারের ম্যারাথনে । পুরুষ বিভাগে প্রথম হন উত্তর প্রদেশের অভিষেক কুমার । দ্বিতীয় অর্জুন টুডু । মহিলা বিভাগে প্রথম হন উত্তরপ্রদেশের গোরখপুরে বাসিন্দা পূজা কুমারী, দ্বিতীয় হন শ্যামলী সিং। সকল প্রতিযোগীদের সার্টিফিকেট ছাড়াও দেওয়া হয় আর্থিক পুরস্কার । বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই বছর ম্যারাথনের আমাদের থিম ছিল নারী সুরক্ষা।। এই ম্যারাথন এর মধ্য দিয়ে সমাজের মধ্যে নারী সচেতনতা ও নারীর সুরক্ষার ব্যাপারে বার্তা প্রদান করা হয় এবং আগামী বছর ম্যারাথন এর জন্য দ্বিগুণ পুরস্কার ঘোষণা করা হয়েছে এ বছর।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *