দুর্গাপুর, ৬ মার্চ: উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ঘরে ওড়ানায় ফাঁস দিয়ে আত্মঘাতী পরীক্ষার্থী। মৃত পরীক্ষার্থীর নাম কবিতা কুমারী রজক (১৯)। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধু কলোনি সংলগ্ন ঘুসিক ডাঙা এলাকার বাসিন্দা। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পরিবারের দাবি, কোনো অশান্তি হয়নি, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘরে পড়তে বসতে যায়, কিছুক্ষন পর অনেক ডাকাডাকি করে সাড়া না মেলায় শেষে দরজা ভেঙে দেখেন কবিতা পড়ুয়া গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
খবর যায় কোকওভেন থানায়, পুলিশ এসে কবিতার নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।ঘটনার প্রসঙ্গে ওই ছাত্রীর মা রুবি দেবী বলেন, ‘পরীক্ষা দিয়ে এসে ভালোই ছিল। কোন রকমের ঝগড়া অশান্তি কিছুই হয়নি বাড়িতে। একসঙ্গে বসে খাবার খেলাম। তারপর বলল আমি পড়তে যাচ্ছি ঘরে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরেও সারা পেলাম না। এতেই সন্দেহ জাগে। পরবর্তীতে জোরপূর্বক দরজা খুলে দেখা যায় গলায় ওড়না জড়িয়ে ঝুলছে মেয়ে’।

ঘটনা প্রসঙ্গে মৃত ছাত্রীর আত্মীয় বলেন, ‘আমাকে ফোনে খবর দেওয়া হয়েছে। সে খবর পেয়ে এখানে ছুটে আসি দেখি বাড়ির এই অবস্থা। ওড়না গলায় জড়িয়ে আত্মহত্যা করেছে আমাদের বাড়ির মেয়ে। তবে কেন সে এমন সিদ্ধান্ত নিল সে সম্পর্কে আমরা কিছুই জানি না’।