অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে পরিচারিকার রহস্য মৃত্যু। শুক্রবার সকালে লাউদোহা থানার সরপি গ্রামের গোয়ালা পাড়ায় প্রভাত মিশ্রের বাড়ি থেকে উদ্ধার হয় শিলা বাগদী (২৪) নামে এক যুবতীর ঝুলন্ত দেহ । ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ । দেহটি উদ্ধার করে থানাতে নিয়ে যাওয়া হয় । স্থানীয় সূত্রে জানা গেছে মৃত শিলা বাগদী স্থানীয় প্রভাত মিশ্র নামে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন।সেখানেই থাকতেন তিনি।মৃতের বাবা স্বাধীন বাগদি জানান মেয়ে ঐ বয়স্ক শিক্ষককে দেখাশুনা ও তার বাড়িতে পরিচারিকার কাজ করতো গত ৭-৮ বছর ধরে । সেখানেই থাকতো মেয়ে । আজ সকালে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি শোয়ার ঘরে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছে মেয়ের দেহ । ঠিক কি কারনে মেয়ে আত্মহত্যা করল সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে স্বাধীন বাবু জানান । তবে যুবতীর রহস্য মৃত্যু নিয়ে এলাকায় তৈরি হয়েছে রহস্য । মৃত যুবতীর বিয়ের জন্য সম্প্রতি কথাবার্তা চলছিল বলেও স্থানীয় সূত্রে খবর । তদন্ত শুরু হয়েছে । তবে এটা নিছক আত্মহত্যা না কি এর পিছনে কোনো কারণ রয়েছে? সবই ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে । ।