পরিচারিকার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য লাউদোহায়

অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে পরিচারিকার রহস্য মৃত্যু। শুক্রবার সকালে লাউদোহা থানার সরপি গ্রামের গোয়ালা পাড়ায় প্রভাত মিশ্রের বাড়ি থেকে উদ্ধার হয় শিলা বাগদী (২৪) নামে এক যুবতীর ঝুলন্ত দেহ । ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ । দেহটি উদ্ধার করে থানাতে নিয়ে যাওয়া হয় । স্থানীয় সূত্রে জানা গেছে মৃত শিলা বাগদী স্থানীয় প্রভাত মিশ্র নামে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন।সেখানেই থাকতেন তিনি।মৃতের বাবা স্বাধীন বাগদি জানান মেয়ে ঐ বয়স্ক শিক্ষককে দেখাশুনা ও তার বাড়িতে পরিচারিকার কাজ করতো গত ৭-৮ বছর ধরে । সেখানেই থাকতো মেয়ে । আজ সকালে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি শোয়ার ঘরে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছে মেয়ের দেহ । ঠিক কি কারনে মেয়ে আত্মহত্যা করল সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে স্বাধীন বাবু জানান । তবে যুবতীর রহস্য মৃত্যু নিয়ে এলাকায় তৈরি হয়েছে রহস্য । মৃত যুবতীর বিয়ের জন্য সম্প্রতি কথাবার্তা চলছিল বলেও স্থানীয় সূত্রে খবর । তদন্ত শুরু হয়েছে । তবে এটা নিছক আত্মহত্যা না কি এর পিছনে কোনো কারণ রয়েছে? সবই ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে । ।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *