নি:সন্তান দম্পতির নিত্যকলহ,স্ত্রীকে খুন করে আত্মঘাতী ইসিএল কর্মী চাঞ্চল্যকর ঘটনা অন্ডালে….

দুর্গাপুর, ৫ সেপ্টেম্বর : দীর্ঘ ২৫ বছর বিবাহিত জীবনেও নিঃসন্তান ছিলেন তারা। তার ওপর স্বামী মদ্যপ এবং জুয়া খেলায় ছিল আসক্ত। আর তাই নিয়েই নিত্য কলহ চন্দ দম্পতির।তার চূড়ান্ত পরিণতি ঘটল। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী।

অন্ডালের পলাশবনের বাবুইশোল কলোনিতে স্ত্রীকে মেরে আত্মঘাতী স্বামী। চাঞ্চল্য এলাকায়।মৃত মহিলার নাম বাসন্তী চন্দ(৪২), মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় চন্দ (৫৩) ইসিএল কর্মী ছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দা মামনি সূত্রধর বলেন,”প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো। মত্ত অবস্থায় বাসন্তীদেবীকে মারধোর স্বামী ধনঞ্জয় চন্দ। আমরা বৃহস্পতিবার সকালে জানতে পারি বাড়ির ভেতর মৃত অবস্থায় পড়ে আছে বাসন্তীদেবী। প্রথমে ভেবেছিলাম বাসন্তীদেবীকে মেরে পালিয়েছে ধনঞ্জয় চন্দ। পড়ে দেখি ধনঞ্জয় চন্দও মেঝেতে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমাদের ধারণা রাতে স্ত্রীকে খুন করে ধনঞ্জয় চন্দ আত্মঘাতী হয়েছে।”

মৃত ধনঞ্জয় চন্দের দাদা হলধর চন্দ বলেন,””আমার ভাই আমাদের সব গোপন করত।ওদের সন্তান হয়নি।তাই নিয়ে ওদের প্রতিদিন কলহ হত।দুজনের মধ্যে সম্পর্ক একেবারে ভালো ছিলনা।””অন্ডাল ও পাণ্ডবেশ্বর থানার সার্কেল ইন্সপেক্টর পিন্টু মুখোপাধ্যায় ঘটনাস্থলে যান। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, “”নিজের স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছে এমনটাই আশঙ্কা। প্রতিবেশীদের কাছে এবং আত্মীয় পরিজনদের কাছ থেকে জানা গেল এদের প্রতিদিন অশান্তি হত বিভিন্ন বিষয়ে।আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *