দুর্গাপুর, ৬ মার্চ: ‘নরেন্দ্র মোদি তোতা, আর নির্বাচন কমিশন খাঁচায় বন্দি ময়না’, তারপরেই ফকিরা সিনেমার ‘তোতা ময়না কি কাহানি’ গান গেয়ে নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে বিঁধলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। ভুতুড়ে ভোটার খুঁজতে তৎপর হয়েছে রাজ্য তৃণমূল। জেলায় জেলায় শুরু হয়েছে সেই তৎপরতা। বুধবার বিকেলে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দু’নম্বর ব্লক তৃণমূলের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন,”দশটি বুথ মিলিয়ে একটি করে ক্লাস্টার তৈরির কথা। সেই ক্লাস্টারে ১০ জন বরিষ্ঠ কর্মী থাকবে। তাদের ওপরে থাকবে আরো একজন বরিষ্ঠ কর্মী। সেই ১০ জনের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করবে তাঁরা।

তাদের নিয়ে ব্লক তৃণমূলের বৈঠক হবে প্রতি মাসে। আমাদের তৎপরতার সাথে কাজ করতে হবে। বিজেপির কোন প্ররোচনায় পা দেওয়া যাবে না। ভোটার কার্ডের নম্বর এর ওপর আমাদের নজর রাখতে হবে, না হলে মহারাষ্ট্র, হরিয়ানা, গুরগাঁও, দিল্লির বিজেপি লোক ভোট দিয়ে চলে যাবে। নরেন্দ্র মোদি তোতা, আর নির্বাচন কমিশন খাঁচায় বন্দি ময়না।”এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ,জেলা সভাপতির পাশাপাশি প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা সভায় নেত্রী অসীমা চক্রবর্তী, সদস্য রাখি তিওয়ারি,ধর্মেন্দ্র যাদব দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদার প্রমূখ।