দুর্গাপুর, ২৪ নভেম্বর : রবিবাসরীয় সকালে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে দ্বিতীয় বছরের দুর্গাপুর উৎসবের খুঁটিপুজোর আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে গতবার দুর্গাপুর উৎসবের অন্যতম প্রধান প্রাণপুরুষ নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেখা গেল একটু অন্য মেজাজে। বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্রনাথ বাবু এবারে দুর্গাপুর উৎসবের আয়োজক বণিক সভার কর্তাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, “”আমি যেহেতু চেয়ারম্যান তাই আমি শুধুমাত্র ওই অলংকারীক রাষ্ট্রপতির মত পদ নিয়ে বিল স্বাক্ষর করার কাজ করব না।উৎসব কমিটির স্বচ্ছতা রাখার জন্য আমি চাইবো চেম্বার অব কমার্সের নামে আলাদা করে ব্যাংক একাউন্ট তৈরি করার জন্য।”” এরপরেই তিনি এবারের উৎসবের থিম “”destination দুর্গাপুর “”সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন “”দিল্লির পরেই দুর্গাপুরে দূষণের মাত্রা হু হু করে বাড়ছে। তাই সবার এদিকে নজর দেওয়া প্রয়োজন।
“”শুধু তাই নয় গত বছরের উৎসব কমিটি নিয়েও বেশ কিছু কথা বলতে শোনা গেল নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। নরেন্দ্রনাথ বাবুর কথায় তিনি স্পষ্ট করে দিলেন, “”দুর্গাপুর উৎসব অর্থাৎ এটা যেন মানুষের উৎসব হয় কারো ব্যক্তিগত উৎসব যেন না হয়। “”রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারকে পাশে বসিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই ইঙ্গিত পূর্ন মন্তব্য কাকে ঘিরে?”” ব্যক্তিগত উৎসব”” বলতে গিয়ে তিনি কাকে ইঙ্গিত করলেন? উৎসবের সূচনাতেই দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব কে ঘিরে কোথাও কি কালো মেঘ?রবিবার সকালে দুর্গাপুরের রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দানে দুর্গাপুর উৎসবের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি সহ দুর্গাপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদস্যরা। দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে দুর্গাপুর উৎসব শুরু হবে দুর্গাপুর উৎসব শুরু হবে ৬ ডিসেম্বর চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। এই কটা দিন স্বনামধন্য শিল্পীদের সংগীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। স্থানীয় শিল্পীদেও চলবে অনুষ্ঠান। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,”এই মেলা দুর্গাপুরকে এগিয়ে নিয়ে চলে। কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরে। শুধু দুর্গাপুরই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়। আপনারাও মেলার দিনগুলিতে আসুন এবং আনন্দ উপভোগ করুন।”