“”দেবীশক্তি অন্তর্যামী, তাই মাতৃশক্তিকে গালিগালাজ দেওয়া দিলীপ ঘোষের বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে মহিষাসুর বধ করবে””-কীর্তি আজাদ

দুর্গাপুর, ২৫ এপ্রিল : দিলীপের পর জয়ের আসায় গভীর জঙ্গলে শ্যামরূপার মন্দিরে যাগযজ্ঞ করলেন কীর্তি আজাদ।

বহু কাল আগে বাঘ, সিংহের আতঙ্কের মাঝে রাজা লক্ষণ সেনের দ্বারা প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরে সিদ্ধিলাভের আশায় নরবলি দিতেন কপালিকরা। আর সেই নরবলি বন্ধ করে দুর্গার আরেকনাম রূপার মাঝে শ্যামরুপ দর্শন করিয়েছিলেন বৈষ্ণব কবি জয়দেব।সেই থেকেই মন্দিরের প্রতিষ্ঠিত দেবী দুর্গার নাম হয় শ্যাম রুপা। কথিত আছে অগাধ ভক্তি আর মনের আস্থা ভরে মাকে পুজো দিলে মা মনের ইচ্ছা পূরণ করেন। জয়ের আশায় গড় জঙ্গলের মাঝেই সেই মন্দিরেই আনাগোনা বেড়েছে লোকসভা নির্বাচনের প্রার্থীদের। রামনবমীর সন্ধিক্ষণে পুজো দিয়ে জয়ের প্রার্থনা করেছিলেন বর্ধমান -দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর বৃহস্পতিবার দুপুরে দাবদাহের মাঝে গাছ তলায় বসে শ্যামরূপা মায়ের কাছে যজ্ঞ করে বিজয়ের প্রার্থনা করলেন স্ত্রী পুনম আজাদ আর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ।

তারপরেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন,”পরিষ্কার মনে আর ভক্তি ভরে প্রার্থনা করলে মা সাড়া দেন। কারণ মা অন্তর্যামী মায়ের কাছে কিছু চাইতে হয়না। কে মানুষের পূজারী আর কে মহিলাদের গালাগালি দেয় মাকে অপমান করে আর মহিষাসুর কে গালাগালি দেয় মা পরিষ্কার বুঝতে পারেন। দিলীপ ঘোষ বদ হবে। জোড়া ফুলে ভোট দিয়ে দিলীপ ঘোষ কে মেদিনীপুরে পাঠিয়ে দেবে বর্ধমান দুর্গাপুরের মানুষ বলেও কটাক্ষ করেন।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *