দুর্গাপুর, ২০ মার্চ: দূষণের বিরুদ্ধে প্রতিবাদ আদালত চত্বরেও।গ্রেপ্তার হওয়া ভূমি রক্ষা কমিটির ১০ জন সমবেতভাবে মহকুমা আদালতে ওঠার আগে স্লোগান তুললেন, “” লড়াই লড়াই লড়াই চাই,লড়াই করেই বাঁচতে চাই।””আদালত চত্বরে ভিড় ভূমি রক্ষা কমিটির সদস্যদের। পুলিশ ও কমব্যাট ফোর্সের কড়া পাহারায় গ্রেপ্তার হওয়া দশজনকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো। সরগরম দুর্গাপুর। অন্ডালের ডিভিসির তাপবিদ্যুৎ কারখানা এবং গোপালমাঠ লাগোয়া বেসরকারি সিমেন্ট কারখানার লাগামছাড়া দুষনের প্রতিবাদে ভূমি রক্ষা কমিটির সদস্যরা গতকাল দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে গেলে দুর্গাপুর থানার পুলিশ তাদেরকে তুলে দিয়ে ১০ জনকে গ্রেফতার করে।
বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ নেমে গ্রেপ্তার হয় দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রবজ্যোতি মুখোপাধ্যায় সহ ১০। গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার সময় দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির বহু সদস্য পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। আদালতের সামনেই পুলিশের সাথে শুরু হয় উত্তেজনা। ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় তারাই স্লোগান শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুলিশের পাশাপাশি কমব্যাট ফোর্সও।গতকাল পুলিশ গ্রেপ্তার করার সময় ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রবজ্যোতি মুখোপাধ্যায় তাদেরকে পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করছে বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে। পুলিশের কাছে অনলাইনে আন্দোলনের অনুমোদন চাওয়া হয়েছিল বলেও জানিয়ে দেন আন্দোলনকারীরা। কে এই ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়? দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা দ্রবজ্যোতি মুখোপাধ্যায় গেরুয়া শিবিরের সাথে এক সময় ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তার নিকট আত্মীয়রা কেও একদিকে বিজেপির প্রাক্তন সংসদ আবার কেও কেও এই রাজ্যের শাসকদলের হেভিওয়েট বিধায়ক, নেতা। এর আগে দুর্গাপুরের গোপালমাঠে জনসাধারণের স্বার্থে তৈরি হওয়া শ্মশানের জমি বিক্রির অভিযোগে লাগাতার অনশন আন্দোলন করতে দেখা গিয়েছিল এই ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় কে।

কখনও ১৯ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, কখনো আবার দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য গ্রাম ছাড়া হওয়া মানুষদের দেওয়া পুনর্বাসনের দলিল দস্তাবেজের সমস্যা নিয়ে আন্দোলন করা যুবক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। পরবর্তীকালে দেখা যায় ভারতীয় জনতা পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়। সাম্প্রতিককালে শাসকদলের অনেক নেতার সাথে তার ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে। প্রতিবাদী যুবক হিসাবে ধ্রবজ্যোতি মুখোপাধ্যায় এবার অন্ডালের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কাদারোডের বেসরকারি সিমেন্ট কারখানা থেকে নির্গত দুষনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আন্দোলন করছেন।কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুর ভূমি রক্ষা কমিটি কে পুলিশের পক্ষ থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সামনে আন্দোলনের কোন ছাড়পত্র দেওয়া হয়নি। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক এই মর্মে কি রায় দেন এখন সেটাই দেখার।।