“”দুর্ঘটনার পরে ভয় পেয়ে আমি পালিয়েছিলাম””-আদালতে তোলার সময় বলল বাবলু যাদব

দুর্গাপুর, ২৮ ফেব্রুয়ারী :হুগলির চন্দননগরের বাসিন্দা পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৬ বছর) মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকে ফেরার থাকা সাদা SUV গাড়ির মালিক বীরুডিহার বাসিন্দা বাবলু যাদব গতকাল দুর্গাপুরের অন্ডাল থেকে গ্রেপ্তার হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের কর্তাদের হাতে। স্ক্র‍্যাপ ব্যবসায়ী বাবলু যাদবকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। আদালতে তোলার সময় বাবলু যাদব তার পালিয়ে যাওয়ার কারণ হিসাবে বলে,””ঘটনার পরে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি পালিয়ে গিয়েছিলাম। “”হুগলির চন্দননগরের বাসিন্দা পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার তরুনী সুতন্দ্রা চট্টোপাধ্যায় রাতে হুগলী থেকে চারচাকা গাড়ি নিয়ে বেরো হয় বিহারের গয়ার উদ্দেশ্যে।রাতে প্রায় ১২ টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে সুতন্দ্রাদের গাড়িতে তেল ভরার পরে তাদের গাড়িকে পিছন থেকে ধাওয়া করে আসা একটি SUV মডেলের গাড়ি ধাক্কা মারে। তারপর ওই গাড়িটি পানাগড়ে পুরানো জাতীয় সড়কে দ্রুত গতিতে ঢুকে যায়। পুলিশের দাবী সেই সময় পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাবলু যাদব এবং তার সঙ্গে আরো চারজন যে গাড়িতে ছিল সেই গাড়িটিকে দ্রুত গতিতে ধাওয়া করতে থাকে সুতন্দ্রা দের গাড়ি।সুতন্দ্রার গাড়িতে চালকসহ মোট ৫ জন ছিল।রাইস মিল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রার গাড়ি উলটে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়। সাদা রঙের এস ইউ ভি মডেলের গাড়ি ফেলে পালায় বাবলু যাদব ও তার সহযাত্রীরা। এই ঘটনার পরে রাজ্যজুড়ে নারী সুরক্ষার প্রশ্নে তোলপাড় পড়ে।ঘটনার প্রায় ৯০ ঘন্টা পরে বৃহস্পতিবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের কর্তারা বাবলু যাদব কে দুর্গাপুরের অন্ডাল থেকে গ্রেফতার করে। আজ থেকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে কাঁকসা থানার পুলিশ। বাবলু যাদব জানায় ঘটনার পরে তারা ভয়ে পালিয়ে গিয়েছিল।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পুর্ব) অভিষেক গুপ্তা জানান,”” বাবলু যাদব কে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাবেন। এ কি ঘটেছিল সেই রাতে সেই সত্যতা জানা হবে। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ