দুর্গাপুর শহরে মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা পুলিশের শক্তি বাহিনী পথে নামল

দুর্গাপুর, ২১ অগাস্ট : আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক তিলোত্তমাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করা হয়। এরই প্রতিবাদে রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে সামনে রেখে আন্দোলনের ঢেউ তুলেছেন। সাধারণ মানুষের আওয়াজ তুলেছেন উই ওয়ান্ট জাস্টিস। রাজ্যজুড়ে মহিলারা রাস্তায় ইতিপূর্বেই নেমেছিলেন রাত দখলে।

শিল্প শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার। কর্মরতা বহু মহিলা, পথ চলতি বহু নারী দৈনন্দিন প্রয়োজনে সিটি সেন্টারের পথে নামেন।সিটি সেন্টারের বিভিন্ন শপিংমল, হোটেল, রেস্তোরা থেকে সরকারি ভবনগুলিতে আনাগোনা নিত্যনৈমিত্তিক। তাই শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে নারীদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে সাধারণ মানুষকেও সচেতন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মহিলা শক্তি বাহিনীকে নামানো হলো।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তার নেতৃত্বে সিটি সেন্টারে মহিলাদের সাথে এবং সাধারণ মানুষ থেকে বাস কন্ডাক্টার, দোকানদার দের সাথে কথা বললেন ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। মহিলাদের কোন অপটিকল পরিস্থিতির মুখোমুখি হলে কন্ট্রোলরুমে ফোন করে দ্রুত জানানোর কথা জানালেন সাধারণ মানুষকে। ডিসিপি পুর্ব বাসে উঠে আপনাদের সাথে কথা বললেন। রাজ্যের যে কোন জেলা থেকেই কন্ট্রোলরুমে যদি কোন অভিযোগ করা হয় তৎক্ষণাৎ স্থানীয় থানার পুলিশ কেউ পাঠানো হবে সেই জায়গায় বলে জানান dcp পূর্ব অভিষেক গুপ্তা। অভিষেক গুপ্তা জানালেন, “”সাম্প্রতিক কালের ঘটনা আমাদের নাড়া দিয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টারে কাজের তাগিদে বহু মহিলাদের আসতে হয় প্রতিদিন। তাদের সুরক্ষার বিষয়গুলি সম্পর্কে আমরা জানালাম। আমাদের যে কন্ট্রোল রুম ছিল তার নাম্বার সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। “”আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মোট ১৬টি থানা এলাকাতেই শক্তিবাহিনীকে নামানো হয়েছে। নারী নির্যাতন রুখতে মহিলা শক্তি বাহিনীর কাছে এক বড় চ্যালেঞ্জ। পুলিশের পক্ষ থেকে নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা চালানো হচ্ছে প্রতিদিন। নতুন করে রাজ্যে কোন তিলক তোমাকে যাতে ধর্ষিতা ও খুন হতে না হয় তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *