দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাঙলাদেশ সরকারের লোগো সম্বলিত পোষ্টারকে ঘিরে বিতর্ক

দুর্গাপুর, ৭ ফেব্রুয়ারী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো দেওয়া পোস্টার দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস সুপারের। স্বাধীন গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষের জায়গায় অন্য রাষ্ট্রের লোগো ব্যবহার করা হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতায় বিজেপি। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ পাল্টা তৃণমূল। দুর্গাপুর মহকুমা হাসপাতালের আই সিইউএর ঠিক পাশে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি দেওয়া ক্যাঙ্গারু মাদার কেয়ারের পোস্টার। সন্তানের জন্ম দেওয়ার পর সেই সন্তানকে কিভাবে পরিচর্যা করা প্রয়োজন সেই নিয়েই সচেতনতার কথা লেখা থাকে এই পোস্টারে। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালেই দেওয়া হয় এই পোস্টার। কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পোস্টারের বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করা হয়েছে। যাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সেই পোস্টার এর মধ্যে যে লোগো ব্যবহার করা হয়েছে সেটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। বিষয়টি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার জানেনই।

সুপারকে প্রশ্ন করা হলে বলেন, “বিষয়টি আমি জানিনা। তবে এই ধরনের লোগো ব্যবহার করা যেতে পারে না। কি লাগিয়েছে কেন লাগানো হয়েছে? আমি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করছি।”সমালোচনায় সরব হয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ। এখানে যে কোন সরকারি হাসপাতাল বা সরকারি দপ্তরে কোন পোস্টার দিতে সেখানে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের পোস্টার দেওয়া উচিত। দুর্গাপুর মহকুমা হাসপাতালের একটি পোস্টারে বাংলাদেশের লোগো ব্যবহার করা হলো। আমরা তীব্র বিরোধিতা করছি। এই বিষয়টি কেন করা হলো দেখা দরকার সরকারের প্রতিনিধিদের। যারা এই কাজ করলো তাদের কঠোর শাস্তিরও দরকার।” পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর থেকে এ রাজ্যকেও অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ। সরকারি হাসপাতালের ভেতরেও চক্রান্ত করে কেউ বাংলাদেশের লোগো লাগিয়ে দিয়েছে। আমরা সুপারকে থানায় অভিযোগ জানানোর জন্য বলবো। যে এই ঘটনার সাথে জড়িত তার বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও পুলিশকে জানানো হবে।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ